Friday, November 14, 2025

আজ ওয়াংখেড়েতে নামছে কেকেআর, মুম্বইয়ের বিরুদ্ধে জয় লক্ষ‍্য নীতীশদের

Date:

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। হ্যারি ব্রুকের ধাক্কা সামলে ওঠার আগেই এবার নাইটদের মাথায় হিটম্যান। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া নীতীশ রানারা।

সূর্যকুমার যাদব রানে নেই। ঈশান কিষানও তাই। কিন্তু তিলক ভার্মা ভয়ঙ্কর মেজাজে খেলছেন।আগের ম্যাচে টিম ডেভিডও রান পেয়ে গিয়েছেন।ডেভিড স্পেশালিস্ট টি-২০ প্লেয়ার। সুতরাং আজ রোহিতদের ডেরায় কেকেআরের জন্য শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ম্যাচ বরাবর নাইটদের জন্য ইজ্জত কি সওয়াল। শাহরুখ খান তাঁর ছেলেদের কাছে এই ম্যাচে জয় চেয়ে এসেছেন। এখন জমানা বদলেছে। মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে ঝামেলা মিটেছে। তবু আরব সাগরের তীরে এই ম্যাচ নিয়ে উত্তাপ রয়েছে। পরপর হারের পর মুম্বই সব জয়ে ফিরেছে। সেই তুলনায় ভাল জায়গায় কলকাতা নাইট রাইডার্স। তারা আরসিবি ও গুজরাত টাইটান্সকে হারিয়েছে। শুধু কাঁটা বলতে শুক্রবার সানরাইজার্সের কাছে হার। তবু মুম্বই যেখানে মোটে একটি ম্যাচ জিতেছে, সেখানে নাইটদের জয় দুটিতে।

কেকেআরের ইডেনে হারের সঙ্গেই জুটেছে আরেক বিড়ম্বনা। সেটা দ্রে রসকে নিয়ে। সানরাইজার্স ম্যাচে রাসেলকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। তিনি ওভার শেষ করতে পারেননি। পরে ব্যাট করতে এসেছিলেন বটে, তবে ৬ বলে ৩ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে গিয়েছেন। শেষ তিন ম্যাচে রাসেলের রান ০, ১ ও ৩। চিন্তার বিষয় অবশ্যই। বোলার রাসেলকে শুক্রবার পাওয়া গেলেও ব্যাট হাতে টানা ব্যর্থ তিনি। যা নিয়ে নীতীশ বলছেন, একটা ইনিংসে রান পেলেই পুরনো রাসেলকে দেখা যাবে। আর চোট? নাইট অধিনায়ক চোটের কথা মানছেনই না। বললেন, “এটা চোট নয়। গরমে পায়ে টান ধরেছে। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।” তবু রাসেলকে নিয়ে উদ্বেগ থাকছে। যেমন বোলিং নিয়েও। ব্যাটাররা লাগাতার দুশো তুলে দিচ্ছেন, কিন্তু বোলিংয়ে ধারাবাহিকতার লেশমাত্র নেই! সানরাইজার্স ম্যাচে নারিন ৪ ওভারে ২৮ রান দিয়েছেন। কিন্তু বিস্তর পিটুনি খেয়েছেন বরুণ, সুয়াসরা। ওয়াংখেড়েতে পাটা উইকেট পাবেন এই বোলাররা। সেখানে রোহিতদের থামানো অবশ্যই একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

টপ অর্ডারে গুরবাজ ভাল শুরু করেও এখন রান পাচ্ছেন না। আগের ম্যাচে ভেঙ্কটেশও রান পাননি। নীতীশ আর রিঙ্কুর জোড়া হাফ সেঞ্চুরিতে লড়াইয়ে ছিল কেকেআর। তবে মুম্বইয়ের মাটিতে মুম্বইকে হারাতে গেলে একক নৈপুণ্যে হবে না। খেলতে হবে একটা দল হিসাবে। বিশেষ করে রোহিতরা যখন জয়ের স্বাদ পেয়ে গিয়েছেন। এবার ওদের থামানো কঠিন।

আরও পড়ুন:লখনৌকে ২ উইকেটে হারাল পাঞ্জাব


 

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version