Tuesday, November 4, 2025

মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে তীব্র গরমে হিট স্ট্রো.কে মৃ.ত্যু ১২ জনের, অসুস্থ ৫০

Date:

তীব্র গরম সেইসঙ্গে চাঁদিফাটা রোদ্দুরে অস্থির আমজনতা।সেসবের তোয়াক্কা না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখতে ভিড় জমিয়েছিলেন মানুষ। রবিবার ছিল মহারাষ্ট্র সরকারের অনুষ্ঠান। খোলা আকাশের নীচে বসেছিলেন দর্শকরা। তার জেরে সানস্ট্রোকে অসুস্থ হয়ে মৃত্যু হল ১২ জনের।

আরও পড়ুন:৬৫ ঘণ্টা জেরার পর গ্রে.ফতার জীবনকৃষ্ণ সাহা

রবিবার ওই এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠান ছিল। রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। খোলা আকাশের নীচে দর্শকদের বসার জায়গা ছিল। কোনও ছাউনি ছিল না। রবিবার ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘ ক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিনে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন শাহ।
তবে অসুস্থদের দেখতে হাসপাতালে যান নি অমিত শাহ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পরে হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘৭-৮ জনের মৃত্যু হয়েছে। মোট ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ২৪ জনের চিকিৎসা চলছে। সানস্ট্রোকের কারণেই এটা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’’ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। তিনি টুইটারে লেখেন, ‘‘হিটস্ট্রোকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’’

 

 

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version