Monday, May 12, 2025

মাত্র ২২ সেকেন্ডে ৯টি গু.লিতে ঝাঁঝরা আতিক! প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট

Date:

উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ আতিক আহমেদকে লক্ষ্য করে পরপর গুলি ছোঁড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এবার ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল, আতিকের মাথা, ঘাড়, বুক, কোমর মিলিয়ে মোট ৯টি বুলেটের সন্ধান পাওয়া গিয়েছে। ছাড়া, আতিকের ভাই আশরফকে লক্ষ্য করে আরও ৫টি গুলি ছোড়ে আততায়ীরা। সবকটি গুলি পাওয়া যায়নি।

আরও পড়ুন:আতিককে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন যোগী, সুপ্রিম কোর্টেও মেলেনি বাড়তি নিরাপত্তা

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, আতিক এবং আশরফের জন্য মোট ১৩টি গুলি খরচ করা হয়েছিল। প্রথমেই আতিকের মাথায় গুলি করা হয়। তার পর একে একে গুলি লাগে তাঁর ঘাড়ে, বুকে এবং কোমরে। মাত্র ২২ সেকেন্ডেই ঝাঁঝরা হয়ে যায় ‘গ্যাংস্টারের’ শরীর।

আতিকের ভাই আশরফের ঘাড়ে, পিঠে, কবজিতে, পেটে এবং কোমরে গুলি লেগেছে। তাঁর দেহের মধ্যে পাওয়া গিয়েছে তিনটি গুলি। বাকি দু’টি গুলি আশরফের শরীর ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, যে পিস্তল দিয়ে আতিক এবং আশরফকে গুলি করা হয়েছিল, সেটি ‘জিগানা’। তুরস্কের একটি সংস্থার তৈরি। মোট ২২ সেকেন্ড ধরে গুলি চালানো হয়।

শনিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্দি আতিক, আশরফকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতাল চত্বরে হাঁটতে হাঁটতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন দুই ভাই। এই সময় আচমকা তাঁদের লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। লাইভ ক্যামেরায় ধরা পড়ে সেই হত্যার দৃশ্য। আততায়ীরা পুলিশের চোখের সামনেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে গুলি চালিয়েছিল। তাদের গ্রেফতার করে পুলিশ।
এই হত্যাকাণ্ডের পর উত্তরপ্রদেশের সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্যের নিরাপত্তাও বড়সড় প্রশ্নের মুখে।

 

 

Related articles

প্রথম দল হিসাবে প্রস্তুতি শুরু করে দিল গুজরাট টাইটান্স!

সম্ভবত আগামী ১৬ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল(IPL)। তারই প্রস্তুতিতে প্রথম দল হিসাবে নেমে পড়ল গুজরাট...

লুঙ্গি-গেঞ্জি পরেই মুখ ঢেকে বাংলাদেশ ছাড়লেন প্রাক্তন রাষ্ট্রপতি

দেশের পরিস্থিতি সঙ্গীন। লুঙ্গি-গেঞ্জি পরে ছদ্মবেশে দেশ ছেড়ে পালালেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid)। হাসিনা...

Gold Silver Price: জেনে নিন সোনা-রুপোর দাম

সোমবার ১২ মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৬৯৫ ₹             ৯৬৯৫০ ₹ খুচরো পাকা সোনা   ৯৭৪৫...

সিদ্ধান্তটা কঠিন হলেও, এটাই সঠিক সময়ঃ বিরাট কোহলি

তাঁর সবচেয়ে প্রিয় ফর্ম্যাট টেস্ট। সেই জায়গা থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটা যে একেবারেই সহজ ছিল না তা...
Exit mobile version