Thursday, August 21, 2025

২০২৪-এ বিজেপি (BJP) আসছে না। আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ৩৫টি আসন পাবে- অমিত শাহর এই দাবি করার দুদিন পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিলেন, ”চব্বিশের ভোটে ওরা পাওয়ারে আসবে না, নিশ্চিন্ত থাকুন। সব বিরোধীরা একজোট হোন। আমরা সবাই যদি মিলিত হ‌ই তাহলে আমি নিশ্চিত, ২০২৪-এ বিজেপি আসবে না।” চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ”বিজেপি আমাদের যেন দুর্বল না ভাবে। ৩৫টা পাবে বাংলায়? আগে ৫টা পেয়ে দেখাও!”

মমতা অভিযোগ করেন, বিরোধীরা জোটবদ্ধ। তাই ভয় দেখাচ্ছে বিজেপি। তাঁর কথায়, ”কেজরিওয়ালকে ডেকে দেখাতে চাইছে, দেখ মুখ্যমন্ত্রীকেও ছাড়ছি না। তোমরা সাবধান। ভয় দেখাচ্ছ? গুণ্ডাগিরির জবাব দেবেন মানুষ। ওদের রাজ্যগুলোতে আইন-শৃঙ্খলা নেই। বিরোধীদের শায়েস্তা করার ফন্দি। সব জবাব হবে ২০২৪-এ”।

শুক্রবার সিউড়ির জনসভা থেকে অমিত শাহ (Amit Shah) হুমকি দিয়ে বলেন, বাংলা থেকে ৩৫ টি আসনে জিতলে সময়ের আগেই বাংলায় তৃণমূল সরকারের পতন ঘটবে। এর জবাব দিতেই এদিন সাংবাদিক বৈঠক করেন মমতা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যকে ‘চক্রান্ত’ হিসেবে উল্লেখ করে অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”বিরোধীরা একজোট হলে ২০২৪এ বিজেপি (BJP) পাওয়ারেই আসবে না, আমাদের সরকার ফেলবে কী?”

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version