Saturday, May 17, 2025

এগিয়ে থেকেও আইজলের সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের, সুপার কাপ থেকে বিদায় লাল-হলুদের

Date:

সুপার কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল এফসি। এদিন দু’গোলে এগিয়ে থেকেও আইজল এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করল স্টিফেন কনস্ট‍্যানটাইনের দল। এরফলে কনস্ট‍্যান্টাইনের শেষ ম্যাচেও জয় অধরাই থাকল লাল-হলুদের।

আবারও ডিফেন্ডারদের ব্যর্থতায় ডুবতে হল ইস্টবেঙ্গলকে। ০-২ গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ শেষ হল ২-২ গোলে। হেরেও যেতে পার‍ত ইস্টবেঙ্গল। কমলজিৎ নিশ্চিত কিছু গোল না বাঁচালে সুপার কাপের শেষ ম্যাচেও হেরে যেতে হত ক্লেইটনদের। ম‍্যাচের ১৭ মিনিটে নাওরেম মহেশ সিং-এর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে উঠে আসা মহেশ ফাঁকায় দাঁড়ানো সুমিত পাসিকে বল দিতে গেলেও গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে যায়। ২১ মিনিটে দ্বিতীয় গোল পাসির। ডানদিক থেকে উঠে এসে দারুণ ক্রস রাখেন ভিপি সুহের। গোলরক্ষককে এড়িয়ে হেডে গোল করে যান সুমিত। প্রথমার্ধে বারেবারে ইস্টবেঙ্গল রক্ষণে সমস্যা তৈরি করেন ডেভিড। বিরতির একেবারে শেষদিকে আইজলের হয়ে ১-২ করেন রুইটিয়া। ৪০ মিনিটের পর থেকেই বারেবারে আক্রমণ তুলে আনতে থাকেন কিমকিমারা। ৪২ মিনিটে পরপর দুইবার দলের নিশ্চিত পতন রক্ষা করলেও তৃতীয় শট রুখতে পারেননি ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ। ৪২ মিনিটে ব্যবধান কমায় আইজল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় আইজল। প্রথমার্ধে দারুণ খেলা ডেভিড গোল করে সমতা ফেরান। এগিয়ে আসা কমলজিৎকে দেখে চিপ করেন ডেভিড। ইস্টবেঙ্গল গোলরক্ষকের নাগাল এড়িয়ে বল জালে জড়ান আইজল ফুটবলার। ৭২ মিনিটে আবার ইস্টবেঙ্গলের জালে বল জড়ায় আইজল। যদিও অফসাইডের জন্য গোল বাতিল হয়। শেষদিকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গলও। পেনাল্টি বক্সের মধ্যে আইজল ডিফেন্ডারের হাতে বল লাগলেও দেখতে পাননি রেফারি।

আরও পড়ুন:বেড়ে চলেছে তিক্ততা, সোশ্যাল মিডিয়ায় সৌরভকে আনফলো বিরাটের

 

Related articles

নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

কেদারনাথের হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। এয়ার অ্যাম্বুল্যান্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি (helicopter) যান্ত্রিক গোলযোগের...

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...
Exit mobile version