Wednesday, November 12, 2025

আজ সুপার কাপের ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল, বড় ব‍্যবধানে জয় লক্ষ‍্য স্টিফেনের

Date:

আজ সুপার কাপের পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ আইজল এফসি। এক ম্যাচ বাকি রেখে মোহনবাগান সুপার কাপ থেকে বিদায় নিলেও ইস্টবেঙ্গলের সামনে কঠিন অঙ্ক নক-আউট পর্বে যাওয়ার।

গ্রুপ ‘বি’র পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকা  হায়দরাবাদ ও ওড়িশার পয়েন্ট ৪। তিনে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ২। নক আউটে যেতে হলে ইস্টবেঙ্গলের সামনে দু’টি শর্ত। সবার আগে, ম্যাচে চার গোলের ব্যবধান রেখে জিততে হবে ক্লেটন সিলভাদের। দ্বিতীয়ত, গ্রুপের অন্য ম্যাচে হায়দরাবাদ ও ওড়িশা এফসি-র মধ্যে লড়াই অমীমাংসিত থাকতে হবে। এই ম্যাচ গোলশূন্য, ১-১ বা ২-২ ড্র হলে এবং ইস্টবেঙ্গল ৪-০ বা ৪-১ ফলে আইজলকে হারালে তবেই নক-আউটে খেলার সুযোগ মিলবে লাল-হলুদের। কিন্তু একের বেশি গোল হজম করলে ইস্টবেঙ্গলের আর কোনও সম্ভাবনা থাকবে না। তবে ইস্টবেঙ্গল চার গোলের ব্যবধানে জিতলে এবং হায়দরাবাদ-ওড়িশা ম্যাচ ৩-৩ ড্র হলে কী হবে, তা স্পষ্ট নয়। তখন তিনটি দলেরই পয়েন্ট, গোল পার্থক্য এবং মুখোমুখি সাক্ষাতের ফল এক থাকবে। রবিবার রাত পর্যন্ত ফেডারেশনের তরফ থেকে এ ব্যাপারে ইস্টবেঙ্গলকে কিছু জানানো হয়নি।

তবে লাল-হলুদ শিবির অঘটনের আশায়। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের কাছে এটা বিদায়ী ম্যাচের মতো। বললেন, ‘‘অঘটন তো ফুটবলে হয়। আমরা নিজেদের কাজটা আগে সেরে রাখতে চাই। বড় ব্যবধানে জিততে হবে। এছাড়া কোনও পথ নেই। ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হয়েছে মরশুম জুড়ে। চেষ্টা করতে হবে শেষ ম্যাচে সেটা যতটা সম্ভব কম করার।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...
Exit mobile version