Sunday, November 9, 2025

‘এটা পাঞ্জাব, ভারত নয়’! স্বর্ণ মন্দিরে ঢুকতে গিয়ে প্রবল বাধার মুখে তরুণী

Date:

গালে জাতীয় পতাকার (National Flag) ছাপ। আর সেই ছাপ নিয়েই অমৃতসরের (Amritsar) স্বর্ণ মন্দিরে (Golden Temple) প্রবেশের চেষ্টা এক তরুণীর। আর যে কারণে শিখদের (Sikh) এই পবিত্র ধর্মস্থানে তরুণীকে মন্দিরে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গালে তেরঙ্গা ছাপ থাকায় তরুণীকে মন্দিরে ঢুকতে দিতে বাধা স্বর্ণ মন্দির কর্তৃপক্ষের। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

জানা গিয়েছে, সোমবারই হলুদ কাপড়ে মাথা ঢেকে স্বর্ণ মন্দিরে ঢুকতে যান ওই তরুণী। কিন্তু তাঁর গালে জাতীয় পতাকার আদলে তেরঙ্গা ছাপ থাকায় তাঁকে গুরুদ্বারে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তবে শুধু তাঁকে স্বর্ণ মন্দিরে ঢুকতে দেওয়াই নয়, এদিন তাঁর সঙ্গে মন্দির কর্তৃপক্ষ চরম  দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্বর্ণ মন্দিরের এক কর্মীর সঙ্গে ওই তরুণী প্রবল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন। এরপরই মন্দিরের ওই কর্মী তরুণীকে হুমকি দিয়ে বলেন, ‘এটা ভারত (India) নয়, পাঞ্জাব (Punjab)’। আর এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনা শুরু হয়। তবে চাপে পড়ে স্বর্ণ মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই তরুণীর গালে আঁকা ছাপটি আর যাই হোক, জাতীয় পতাকার ছিল না। পাশাপাশি, তরুণীর সঙ্গে দুর্ব্যবহার ইস্যুতে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তাঁরা।

অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবন্ধক কমিটির সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়ালের দাবি, এটা পবিত্র শিখ গুরুদ্বার। প্রতিটি ধর্মস্থানেরই আলাদা আলাদা কিছু নিয়ম থাকে। কিন্তু এখানে সবাইকেই স্বাগত জানানো হয়। তবে ওই মহিলার গালে মোটেই জাতীয় পতাকা আঁকা ছিল না। কারণ সেখানে অশোক চক্র ছিল না। তবে স্থানীয় প্রশাসনের অনুমান, এই তরুণী ‘বিটিং দ্য রিট্রিট’-এর (Beating The Retreat) অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন। তার আগে স্বর্ণ মন্দিরে যান তিনি। যদিও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি প্রশাসন।

 

 

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version