Thursday, August 28, 2025

তীব্র দহনে রাজ্যে পানীয় জলের সরবরাহ ঠিক রাখতে জরুরি নির্দেশ মুখ্যসচিবের

Date:

রাজ্যে তীব্র দহনের পরিস্থিতিতে যাতে পানীয় জলের অভাব না হয় সেবিষয়ে নজর রাখার নির্দেশ রাজ্য সরকারের। মঙ্গলবার, নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Dwibedi) নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরকে এই নির্দেশ দেন মুখ্যসচিব।

এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি বাড়ি পানীয় জলের (Drinking Water) সংযোগ দেওযার কাজে গতি আনার নির্দেশ দিযেছেন মুখ্য়সচিব। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের মতো প্রকল্পগুলি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে । ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের আগে মঙ্গলবার মুখ্যসচিব জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন। সমস্ত জেলাশাসক, এসডিও এবং বিডিও পর্যায়ের আধিকারিকেরা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। ১ কোটি ৮৩ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বাড়ি বাড়ি পানীয় জলে সংযোগ দেওয়ার কাজ সময়ের আগে শেষ করতে হবে বলে নির্দেশ দেন মুখ্যসচিব।

দুয়ারে সরকার কর্মসূচি পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। যেসব সামাজিক সুরক্ষার প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় সেই সব প্রকল্পের টাকা ইতি মধ্যে ছাড়া শুরু হয়েছে। তবে এখনও যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো বাকি রয়েছে, সে গুলি মুখ্যমন্ত্রী ২৬ এপ্রিল প্রশাসনিক বৈঠক থেকে দিয়ে দেবেন বলে নবান্ন সূত্রে খবর।

এদিন বৈঠকে দুয়ারে সরকার কর্মসূচিতে থাকা ৩৩ টা প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব। এর বাইরে রাস্তাশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজে গতি আনতে বলেন মুখ্যসচিব। যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই তথ্য সমন্বয় পোর্টালে তুলে দিতে হবে।

এদিনের বৈঠকে জেলা প্রশাসন ছাড়াও প্রায় সব দফতরের সচিবরাও উপস্থিত ছিলেন। তাঁদের সবাইকে ১৯ এপ্রিলের মধ্যে২০২২-২৩ অর্থ বর্ষে বরাদ্দ ও খরচের হিসেব মুখ্যসচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও যে সব প্রকল্পের কাজ চলছে সে গুলোর পুঙ্খানুপুঙ্খ তথ্য মজুত রাখতে বলা হয়েছে সব দফতরের সচিব কে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কিছু জানতে চাইলে, তার উত্তর যেনো সঙ্গে সঙ্গে সচিবরা দিতে পারেন।

আরও পড়ুন- যৌ.নাঙ্গ লি.ঙ্গ পরিচিতির মাপকাঠি নয়, শীর্ষ আদালতের শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতির

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version