Thursday, May 8, 2025

খুন ও গণহত্যা এক নয়: ধর্ষকমুক্তিতে ফের সুপ্রিম তোপের মুখে গুজরাট

Date:

বিলকিস বানো(Bilkis Bano) গণধর্ষণ ও গণহত্যায় যুক্ত অপরাধীদের মুক্তি দেওয়ার ঘটনায় ফের শীর্ষ আদালতের(Supreme Court) তোপের মুখে পড়ল কেন্দ্র ও গুজরাট সরকার। আদালতের স্পষ্ট বক্তব্য, আইন আছে বলেই খুনি, ধর্ষকদের ছেড়ে দেওয়া যায় না। কোন আইন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সেটা আরও ভাল করে বিবেচনা করা উচিত।

মঙ্গলবার ধর্ষক মুক্তি মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের বেঞ্চের পর্যবেক্ষণ, বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার আগে তাদের অপরাধের গুরুত্ব দেখে নেওয়া উচিত ছিল গুজরাট হাই কোর্টের। ডিভিশন বেঞ্চের তরফে জানান হয়, “একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করা হল, এতগুলো মানুষ মারা গেল। এই ধরনের মামলাকে ৩০২ ধারার আর পাঁচটা মামলার সঙ্গে তুলনা করা যায় না। আপেলের সঙ্গে যেমন কমলালেবুর তুলনা করা যায় না, তেমনি খুনের সঙ্গে গণহত্যার তুলনা করা যায় না।” আদালতের তরফে আরও জানানো হয়েছে, “কীসের ভিত্তিতে রাজ্য সরকার এইধরনের সিদ্ধান্ত নিল? আজ এটা বিলকিস বানোর সঙ্গে হয়েছে। কাল আমার বা আপনার সঙ্গে হতে পারে। আপনারা যদি ঠিকঠাক কারণ না জানান, তাহলে আমাদের নিজেদের মতো করে ভেবে নিতে হবে।”

এই মামলায় ইতিমধ্যেই অপরাধীদের মুক্তি সংক্রান্ত সবরকমের কাগজপত্র দেখতে চেয়েছে সুপ্রিমকোর্ট। আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি সেইদিন এই সংক্রান্ত সব নথি দেখতে চেয়েছে শীর্ষ আদালত। যদিও সূত্রের খবর, এই নির্দেশের পাল্টা চ্যালেঞ্জ জানাতে চলেছে গুজরাট সরকার এবং কেন্দ্র।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version