Tuesday, November 4, 2025

উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই, নির্ল.জ্জ নৈরাজ্যে মর্মা.ন্তিক কাণ্ড!

Date:

বিজেপি (BJP) শাসিত রাজ্যের হিংস্র নির্মম ছবিটা বারবার সামনে উঠে আসছে। যোগী রাজ্য উত্তরপ্রদেশ (Yogi Government Uttarpradesh) আসলে যে দেশের কলঙ্ক সেটা ফের স্পষ্ট হয়ে গেল। ১১ বছরের দলিত নাবালিকাকে ধ.র্ষণের অভিযোগে জেলে গেছিলেন ধ.র্ষকরা। জামিন মিলতেই ধর্ষণে অভিযুক্তেরা আগুন লাগলেন নির্যাতিতার বাড়িতে। ঝলসে গেল দুই শিশু। মর্মান্তিক এই ঘটনায় কাঠগড়ায় আদিত্যনাথের (Yogi Adityanath Government) উত্তরপ্রদেশ। এর আগে যোগী রাজ্যে পুলিশ এবং মিডিয়ার উপস্থিতিতেই অপরাধীরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তার রেশ কাটতে না কাটতেই হাড়হিম করা ঘটনা। এনকাউন্টার পর্বের পরেই উন্নাও কাণ্ড প্রশ্ন তুল্ল উত্তর প্রদেশের আইন শৃঙ্খলার দিকে। অপরাধীদের স্বর্গরাজ্য যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা কতটা নির্যাতিতা তা ফের প্রমাণিত। গোটা ঘটনায় নীরব যোগী আদিত্যনাথের প্রশাসন। এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই।

বৃহস্পতিবারই আসাদকে এনকাউন্টার করে মারে উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)। এই নিয়ে সমালোচনা শুরু হতে না হতেই শনিবার রাতে পুলিশি ঘেরাটোপের ভিতরে, মিডিয়ার সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চলে আতিক ও আশরফের উপরে।অফিসারকে সাসপেন্ড করলেই কি উত্তরপ্রদেশ পুলিশের গাফিলতি খাটো হয়ে যায়? হাইপ্রোফাইল ক্রিমিনালদের গতিবিধির বিস্তারিত সময়সূচি অনেক আগে থেকেই সংবাদ মাধ্যমের কাছে কী করে পৌঁছে গেল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশকর্মীরা কিছুটা ধাক্কা দিয়েছিলেন আতিককে। এখানেও রহস্য! এই পরিস্থিতি সামাল দিয়ে ওঠার আগেই ফের বিপাকে উত্তরপ্রদেশ সরকার। গত বছর ফেব্রুয়ারি মাসে এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ওই নাবালিকার একটি পুত্র সন্তান হয়। এই সময়ে ধর্ষণে অভিযুক্ত দুই যুবক জেলে থাকাকালীনই মামলা তুলে নেবার জন্য নাবালিকার পরিবারকে ক্রমাগত হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পেয়েই দলিত নাবালিকার বাড়িতে গিয়ে সেই নাবালিকা এবং তাঁর মাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এরপর তাঁদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দিলে নাবালিকার ছ’মাসের পুত্র এবং দু’মাসের ছোট বোন ঝলসে যায় বলে খবর। তাহলে প্রশ্ন ‘যোগী-মডেল’ নিয়ে এত বড়াই করা বিজেপি সরকার আসলে কি গোটা দেশের কাছে এই ছবিটাই তৈরি করতে চাইছে? নির্লজ্জ সরকার মানুষের জীবন নিয়ে যেভাবে ছেলেখেলা করছে তাতে আসলে যে তাঁদের কদর্য চেহারাটাই ১৪০ কোটির কাছে স্পষ্ট হয়ে উঠছে তা বলাইবাহুল্য।

 

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version