Sunday, November 9, 2025

দু’ যুগ পেরিয়ে প্রকাশ্যে রয়্যাল বেঙ্গল টাইগার! মহানন্দা অভয়ারণ্যে মিলল হদিশ

Date:

শিলিগুড়িতে শালুগাড়া আর্মি ক্যাম্পের (Shalugara Army Camp in Siliguri) কিছুটা দূরে মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য (Mahananda Wildlife Sanctuary)। ১৯৯৯ সালে শেষ বারের মতো সেখানেই দেখা গেছিল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। কেটে গেছে ২৪ বছর। মাঝে অবশ্য একবার ২০১০ সালে বাঘের চিহ্ন মিলেছিল। ব্যস ওইটুকুই, এরপর দীর্ঘ সময়কালে ‘মহারাজা’ তার দর্শন দেননি। এরপর অবশ্য হিমালয়ের পাদদেশে তিস্তা এবং মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যতে (Mahananda Wildlife Sanctuary) ট্র্যাপ ক্যামেরার (Trap Camera) সংখ্যা বাড়ানো হয়। এবার সেখানেই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger), উচ্ছ্বসিত বন দফতরের কর্মী থেকে শুরু করে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

প্রায় ১২৭ বর্গ কিলোমিটার জুড়ে এই অভয়ারণ্য অবস্থিত। দক্ষিণরায়ের দেখা মিলেছে ঠিকই, তবে তিনি পুরুষ না স্ত্রী সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সরকারিভাবে ১৯৪৯ সালে তিস্তা ও মহানন্দা নদীর মধ্যবর্তী অরণ্যকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। বন দফতর সূত্রে খবর এই অভয়ারণ্যের ৭ মাইলের মধ্যেই দেখা মিলেছে বাঘের। এছাড়া কালিঝোরার গোলা এবং চোকলং ব্লকের ট্র্যাপ ক্যামেরাতেও রয়্যাল বেঙ্গল টাইগার দৃষ্টিগোচর হয়েছে। এভাবে বাঘের দেখা পেয়ে বন্যপ্রাণপ্রেমীরাও যথেষ্ট উচ্ছ্বসিত। কিন্তু ওই বাঘ বা বাঘিনী সেখানে একা আছে নাকি আরও দলবল রয়েছে সেই বিষয়টা স্পষ্ট করতে প্রয়োজনে ক্যামেরার সংখ্যা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে নজরদারি চলছে। আরও খোঁজ খবর নেওয়ার পর দরকার হলে ক্যামেরার সংখ্যা বাড়িয়ে এই রয়্যাল বেঙ্গল টাইগারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version