Sunday, November 9, 2025

জল জীবন মিশন প্রকল্পে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত রাজ্যের!

Date:

জল জীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (Government of West Bengal) । রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতর (State Public Health Technical Department) সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে এবার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (Management Information System) চালু করছে রাজ্য সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে কিনা তা পর্যালোচনা করে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (H K Dwivedi)। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে ২০২৪ এর ডিসেম্বর মাসের মধ্যে যাতে রাজ্যে প্রতিটি পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছায় সেই লক্ষ্যেই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের পূর্ত, সেচ, ক্ষুদ্র সেচ ও জনস্বাস্থ্য কারিগরী দফতরকে যৌথ ভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রেল, জাতীয় সড়ক এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরকে। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত রাজ্যে ৫৯ লক্ষ ৬২ হাজার ৯৪৮টি গ্রামীণ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, খরচ হয়েছে ১০ হাজার ৪০০ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৩২.৪৭ শতাংশ। রাজ্যে প্রতিটি বাড়িতে জলের সংযোগ দিতে খরচ হবে ৫৮ হাজার ৫৮৬ কোটি টাকা। তার মধ্যে এখনও পর্যন্ত ২০২২-’২৩ অর্থবর্ষেই খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। এখনও পর্যন্ত কাজ হয়েছে ৬১ শতাংশ। এর মধ্যে দার্জিলিং, মালদহ, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার মতো জেলায় কাজ হয়েছে ১৭ থেকে ২৪ শতাংশ। সূত্রের খবর যেসব জেলায় কাজের অগ্রগতি আশানুরূপ নয়, সেই সব জেলায় কাজে গতি আনতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version