Sunday, August 24, 2025

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার CBI দফতরে হাজিরা দিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লা (Shahjahan Molla)। আজ শুক্রবার তাঁকে নিজাম প্যালেসের (Nizam Palace) সিবিআই দফতরে ডেকে আসতে বলা হয়। সেইমতো সকাল ১১ টা নাগাদ পৌঁছে যান শাহজাহান । নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)অত্যন্ত ঘনিষ্ঠ এই শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তদন্তকারী অফিসারেরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সঙ্গেও শাহজাহানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের অফিসে প্রবেশের আগে সাংবাদিকদের কার্যত এড়িয়ে যান শাহজাহান মোল্লা। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এবার সেই তল্লাশিতে উঠে আসা নথি থেকেই এই সরাসরি হাজিরার নির্দেশ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে শাহজাহানের বিরুদ্ধে তাঁর মেয়েসহ একাধিক আত্মীয় পরিজনকে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সঙ্গে কিছু নথিও পেয়েছেন আধিকারিকরা। সেই সব কিছু নিয়েই এবার CBI তলব বলে মনে করা হচ্ছে। এই নিয়ে শাহজাহান মোল্লাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ” বেশ কিছু ব্যাপারে সিবিআই আধিকারিকরা আমাকে ও আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। ব্যাঙ্কের নথিও দেখতে চান। আমি সবরকম ভাবে সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আগামিতেও সবরকম সহযোগিতা করব।”

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version