Monday, May 12, 2025

অয়ন মামলায় ইডির দ্রুত শুনানির আবেদন, প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের মামলার দ্রুত শুনানির জন্য ইডির আবেদন নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার শুনানির সময় তদন্তকারী সংস্থার আইনজীবীকে তিনি জানতে চান, ‘‘অয়ন শীল কে? কেন এখন তাঁর বিরুদ্ধে দ্রুত শুনানির প্রয়োজন?’’

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বিরুদ্ধে আরও অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার কলকাতা হাই কোর্টে ইডির আইনজীবী বলেন, অয়নকে গ্রেফতার করার পর তাঁর বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির প্রচুর তথ্য প্রকাশ্যে এসেছে। সেই সব তথ্য সিবিআইকেও দেওয়া হয়েছে। শুধু স্কুল দুর্নীতি নয়, পুরসভাতেও দুর্নীতি নিয়ে তথ্য উঠে এসেছে। তাই এই বিষয়ে দ্রুত শুনানি প্রয়োজন।

প্রসঙ্গত, অয়নের বাড়ি এবং অফিসে দীর্ঘ তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। চাকরির পরীক্ষার প্রচুর ওএমআর শিট এবং তার প্রতিলিপি খুঁজে পান তাঁরা। এছাড়া পাওয়া গিয়েছিল পরীক্ষার অ্যাডমিট কার্ডও। এরপরেই অয়নকে গ্রেফতার করা হয়। ইডির অভিযোগ, অয়নের কাছে যেসব ওএমআর শিট পাওয়া গিয়েছে তা পুরসভায় নিয়োগের পরীক্ষার। ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। তার কিছু কাকলির এবং কিছু অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর।

এর পরেই ধৃত অয়নের ‘পরিচয়’ জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখন ইডির আইনজীবী বলেন, ‘‘নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। এই তদন্তে প্রতিটি দিন খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্রুত শুনানি করা হোক।’’ শুক্রবারই দুপুর তিনটে নাগাদ এই মামলার শুনানি হবে।

 

Related articles

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী...

সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-বাণিজ্য যেমন কখনও একসঙ্গে চলতে পারে না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট...

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...
Exit mobile version