Wednesday, November 12, 2025

গোরুপাচারে যুক্ত বিজেপি বিধায়কের ছেলে! গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল

Date:

গোরুপাচারে সরাসরি বিজেপি যুক্ত।কুলটি বিধানসভার বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তীর বিজেপির বিরুদ্ধে অভিযোগ, আসানসোলের কুলটি এলাকায় গোরু পাচারের সঙ্গে যুক্ত সেখানকার বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দার। মাসে তিনি প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা তোলা তোলেন বলে অভিযোগ।এই প্রসঙ্গে কুলটি-৩ মন্ডলের, কাঞ্চন সিনহা মন্ডল সভাপতি ও অবজারভার বিভাস সিংয়ের কথোপকথনের একটি অডিও প্রকাশ্যে আনেন তিনি। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেই সঙ্গে বিজেপি বিধায়ক এবং তাঁর ছেলের গ্রেফতারির দাবি করেন।

তিনি বলেন, অমিত শাহ একজন স্বরাষ্ট্র মন্ত্রী, আর তাঁর বিএসএফ গরু পাচারে সাহায্য করছে। দিল্লি থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এর সঙ্গে বিজেপি নেতারা যুক্ত। তিনি আরও বলেন,  এই অডিও ক্লিপেই স্পষ্ট, বিধায়কের ছেলে প্রত্যেকদিন চার লক্ষ টাকা করে তুলছে৷খোদ স্বরাষ্ট্র মন্ত্রক জড়িয়ে আছে৷ আর এখানে এসে ৩৫ আসন টার্গেট করছে। এই ঘটনার প্রকৃত তদন্ত হোক। বিধায়ক ও তার ছেলেকে গ্রেফতার করা হোক।

সমীর চক্রবর্তী আরও বলেন, আমরা ইডি, সিবিআকে চিঠি দেব না। ওরা তদন্ত করে এটা বার করুক। আমরা বিজেপির এই একপেশে রাজনীতি প্রকাশ্যে নিয়ে এলাম। একদিকে বলছেন গো-মাতা, আর অন্যদিকে গোরু পাচার করছেন।এমনকী, এজেন্সির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version