Saturday, November 8, 2025

খুশির ইদে মাতোয়ারা দেশবাসী, টুইট করে শুভেচ্ছা প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির!

Date:

আকাশে খুশির চাঁদ দেখা গেছে আর তাই ইদ (Eid) উৎসবে মাতোয়ারা গোটা দেশ। দিল্লির জামা মসজিদ (Jama Masjid, Delhi) থেকে শুরু করে কলকাতার রেড রোডে (Red Road) সকাল থেকেই শুরু হয়েছে নামাজ পাঠ। উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে দেশের সব মসজিদ। বেশ কিছু জায়গায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। ইদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির পথে সমাজকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি (President)।

শনিবার খুশির উৎসব উপলক্ষ্যে দিল্লির ঐতিহ্যবাহী জামা মসজিদে ভিড় জমান বহু মানুষ। একই ছবি ধরা পড়েছে কলকাতার রেড রোডেও। শুক্রবার ভারতীয় উপমহাদেশে ইদের চাঁদ দেখা গিয়েছিল। এর পরই শনিবার ইদের কথা ঘোষণা করা হয়। ঈদ উপলক্ষে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। এদিন তিনি লেখেন, “ইদ উল ফিতরে সবাইকে শুভেচ্ছা। সমাজে সম্প্রীতি ও সহানুভূতির চেতনা আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ইদ মোবারক!”


ইসলামীয় ক্যালেন্ডার অনুযায়ী, বছরের নবম মাস হল পবিত্র রমজান। আর এই রমজান মাসের শেষেই পবিত্র ইদ উৎসব।ইদের চাঁদ দেখা গেলেই সমাপ্তি ঘোষণা করা হয় রমজানের।মহাসমারোহে ইদ পালিত হচ্ছে জম্মু-কাশ্মীরেও। বাংলায় প্রত্যেক বছরের মতোই বিভিন্ন মসজিদে ইদের নামাজ পাঠের ব্যবস্থা করা হয়। কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ইদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী।

টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version