Sunday, November 2, 2025

কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটে কোটি কোটি টাকা আয় গুগল CEO-র! অঙ্ক জানলে চমকে উঠবেন

Date:

কোভিড অতিমারির জেরে বিগত কয়েক বছর ধরেই গোটা বিশ্বে চাকরির বাজারে চলছে মন্দা। আর এই সময় সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট তথা গুগলের (Google) মূল সংস্থা অ্যালফাবেট (Alphabet) সহ একাধিক সংস্থা। তবে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলেও ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৫৪ কোটি ক্ষতিপূরণ বাবদ উপার্জন করলেন সংস্থার সিইও (CEO) সুন্দর পিচাই (Sundar Pichai)। সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে। আর যা থেকে এই বিষয়টি জানা গিয়েছে। তবে জানা গিয়েছে পিচাই ক্ষতিপূরণ বাবদ যে টাকা উপার্জন করেছেন তা অ্যালফাবেট-র কর্মীদের আয়ের ৮০০ গুণ।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম থেকেই দফায় দফায় কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে এই সংস্থা। এমন পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলনের পথেও হাঁটতে দেখা গিয়েছে ছাঁটাই হওয়া কর্মীদের। চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট। পাশাপাশি বিশ্বজুড়ে মোট কর্মীর ৬ শতাংশ কমানো হবে বলেও ঘোষণা করা হয়। তবে যেখানে দফায় দফায় কর্মীদের কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে, বেতন নিয়ে চরম অনিশ্চয়তা, কর্মীদের মধ্যে উদ্বেগ সেখানে সিইও-র এই বাড়তি আয়ে মাথায় হাত অনেকেরই।

তবে পিচাই এবং অ্যালফাবেটের কর্মীদের মধ্যে আয়ের এই বৈষম্য রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। মূলত, প্রযুক্তি খাতে বড়সড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই পর্ব শুরু হয়েছে। টেক সাইটগুলির মতে, মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে চাইছে কোম্পানিগুলি। এদিকে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সুন্দর পিচাই বলেছিলেন, আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে। আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী।

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version