Tuesday, November 11, 2025

চিড়িয়াখানার পশু-পাখি দত্তক নেওয়া নতুন কিছু নয়। তবে সেই পরিসংখ্যান ছিল কম। তা বাড়তে শুরু করেছে এখন। এতেই আপ্লুত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সূত্রের খবর পশু-পাখিদের দত্তক দিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা ২০২২-২৩ আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি আয় করেছে। এই সময়ে মোট ৮৯ টি প্রাণীকে দত্তক নেওয়া হয়েছে। যার মধ্যে ১৮ টি প্রাণীকে মাসিক ভিত্তিতে এবং ৭১ টি প্রাণীকে বাত্সরিক হিসাবে দত্তক নেওয়া হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে পশু-পাখি এই খাতে আয় ছিল ১৩ লক্ষ ৬২হাজার টাকার কিছু বেশি। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা তাপস দাস জানিয়েছেন চিড়িয়াখানার প্রাণীদের দত্তক নেওয়ার ব্যপারে মানুষের সচেতনতা ও আগ্রহ বাড়াতে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রাণীর খাঁচায় বা এনক্লোজারে দত্তক গ্রহণকারীর ছবি দেওয়া হচ্ছে। এই সমস্ত উদ্যোগ গ্রহণের ফলে ব্যক্তিবিশেষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাও পশু-পাখিদের দত্তক নিতে এগিয়ে আসছে। যেমন কলকাতার স্কটিশ চার্চ কলেজ বাত্সরিক ৩০ হাজার টাকার বিনিময়ে একটি মেছো বেড়ালকে দত্তক নিয়েছে। দিল্লি পাবলিক স্কুল ১০ হাজার টাকায় দত্তক নিয়েছে একটি স্পটেড ডিয়ার। চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ সাদা বাঘ রাজাকে ২ লক্ষ টাকায় দত্তক নিয়েছে স্টেট ব্যাঙ্ক। এক লক্ষ টাকায় গণ্ডার জলদাপ্রসাদকে দত্তক নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

উল্লেখ্য চিড়িয়াখানার আবাসিক পশু-পাখিদের লালন পালনের দৈনন্দিন বিপুল খরচ সামাল দিতে এবং সাধারণ মানুষের সঙ্গে এদের সংযোগ বাড়াতে ২০১৩ সালে আলিপুর চিড়িয়াখানা দত্তক কর্মসূচি চালু করে।

আরও পড়ুন- ফের যোগীরাজ্যে কু.পিয়ে খু.নের অভিযোগ! চরম নৃ.শংসতার সাক্ষী রাজধানী শহরও

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version