Sunday, November 9, 2025

ভোটমুখী কর্নাটকে আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার বিদেশি মুদ্রাসহ কোটি কোটি টাকা

Date:

ভোটমুখী কর্নাটকে(Karnataka) ফের উদ্ধার কোটি কোটি টাকা। কর্নাটকের এক সরকারি কর্তার বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা ও প্রচুর সোনা দানা উদ্ধার করল লোকায়ুক্ত(Lokayukta)। জানা গিয়েছে, যার বাড়ি থেকে আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন এই বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে তার নাম গঙ্গাধরাইয়া কেএল(Gangadharaiya KL)। তিনি বৃহৎ ব্যাঙ্গালুরু মহানগর পালিকার(BBMP) এক উচ্চপদস্থ কর্তা।

বিবিএমপির শহর পরিকল্পনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গঙ্গাধরাইয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। সেইমতো সোমবার তল্লাশি অভিযানে নামে লোকায়ুত্ব। প্রায় ১৪ টি জায়গায় চলে তল্লাশি অভিযান। এই ১৪ টি জায়গার প্রতিটি গঙ্গাধরাইয়ার নিজের নামে অথবা কোনও নিকট আত্মীয়ের নামে। তদন্তকারীদের দাবি অভিযান চালিয়ে তার বাড়ি অফিস ফ্ল্যাট থেকে ১ কোটি ৪৭ হাজার টাকার নগদ, যার মধ্যে রয়েছে দশ হাজার মার্কিন ডলার, ১১৮০ আমির শাহি দিরহাম, ৩৫ ইজিপশিয়ান পাউন্ড ও বিপুল পরিমাণ সোনা, রুপো, হিরে উদ্ধার হয়েছে। অলংকার এর মধ্যে রয়েছে, ১৪৩১ দাম সোনার গহনা, ৮কেজি ৭০০ গ্ৰাম রুপোর জিনিসপত্র ও কিছু হিরে। এছাড়া বসতবাড়ির পাশাপাশি দেড় কোটি টাকা বাজার মূল্য পাঁচ একরের একটি কৃষি জমি ও মোলের শরমে ৩ কোটি ৬৫ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে এই ব্যক্তির। এছাড়াও দুটি লকার রয়েছে তার যার চাবি এখনো তদন্তকারীরা হাতে পাননি ফলে সেখানে কি আছে তা জানতে উদগ্রী তদন্তকারীরা।

উল্লেখ্য, ১০ মে থেকে কর্নাটকে নির্বাচন। নির্বাচনে বেআইনি অর্থ আটকাতে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে নির্বাচন কমিশন। যেখান থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে বিপুল অর্থ। সেই ধারা অব্যাহত রেখে সোমবার বেঙ্গালুরু থেকে উদ্ধার হল আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন বিপুল পরিমাণ অর্থ।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version