Tuesday, August 26, 2025

ফের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তীব্র আ.ক্রমণ অভিষেকের, নিশানায় বিজেপি সাংসদ-বিধায়ক

Date:

‘জনসংযোগ যাত্রা’র দ্বিতীয় দিনে সকাল থেকে সাধারণ মানুষের ভিড়ে মিশে এগিয়ে চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, কোচবিহার দক্ষিণের সভা থেকে ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন অভিষেক। কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nishith Pramanik) তুলোধোনা করেন তিনি। একই সঙ্গে নিশানা করেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে (Nikhilranjan Dey) কেও। একশো দিনের কাজের টাকা না দেওয়া থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখার বিষয় সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সারা দেশের মধ্যে একমাত্র বাংলার প্রকল্পের টাকাই আটকে রেখেছে কেন্দ্র। রাজ্যের ২ কোটি ৬৫ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করেও টাকা পাননি। দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গে। আর তাঁকে কোণঠাসা করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এলাকার বিজেপি সাংসদ রাজ্যের দাবিদাওয়া নিয়ে সংসদে সরব হন না। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। অথচ সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বিএসএফ-ই কোচবিহারে অত্যাচার চালাচ্ছে। আদিবাসী রাজবংশী যুবকদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে।

সভা মঞ্চ থেকে কোচবিহার দক্ষিণের BJP বিধায়কের বিরুদ্ধেও তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, গেরুয়া উত্তরীয় পরে, গেরুয়া টিকা দিয়ে বিধানসভায় গিয়ে এক মিনিটের মধ্যে হৈ-হট্টগোল করে “জয় শ্রীরাম” ধ্বনি দিয়ে অধিবেশন ছেড়ে বেরিয়ে যান বিধায়ক। “তারপর কলকাতায় ফুর্তি করেন”। এলাকার মানুষের সমস্যার কথা বিধানসভায় পৌঁছন না। আগামী পঞ্চায়েত নির্বাচনে যে নেতা সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। তাঁকে প্রার্থী করার আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই নিজের প্রার্থী নিজে বাছার জন্য আবেদন এবং ভোটের ব্যবস্থা করেছেন তিনি। ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে চলছে জায়গায় জায়গায় ভোটগ্রহণ।

 

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version