Friday, August 29, 2025

“আমি মামলা শুনতে পারব না”! রাহুলের মামলা থেকে আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিচারপতির

Date:

“আমি এই মামলা শুনব না”। বুধবার কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধীর (Rahul Gandhi) মামলা শুরু হতেই থামিয়ে দিয়ে এমন মন্তব্য করলেন গুজরাট হাই কোর্টের (Gujrat High Court) বিচারপতি। এদিন মামলা শুরুর আগেই বিচারক সাফ জানিয়ে দেন, তিনি এই মামলা শুনতে পারবেন না। এরপরই আচমকা নিজেকে মামলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বিচারপতি।

উল্লেখ্য, সুরাট আদালতের (Surat Court) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবারই গুজরাট হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা (Congress Leaader)। বুধবার সেই মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। কারণ আচমকাই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি। তবে রাহুলের দাবি ছিল, তাঁর রাজনৈতিক পরিচয়ে প্রভাবিত হয়েই তাঁকে অতিরিক্ত শাস্তি দিয়েছে নিম্ন আদালত। আর সেই রায়ের বিরোধিতা করেই মঙ্গলবার গুজরাট হাই কোর্টে আবেদন করেন রাহুল। তবে মঙ্গলবার মামলা দায়ের হওয়ার পরেই হাই কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বুধবারই এই মামলার শুনানি শুরু হবে। সেই মতোই বিচারপতি গীতা গোপির এজলাসে মামলার শুনানি শুরু হয়।

তবে এদিন সওয়াল জবাব শুরুর পরই বিচারপতি সকলকে অবাক করে জানিয়ে দেন, আমি এই মামলা শুনব না। আর সেই কারণেই বন্ধ হয়ে যায় শুনানি। তবে আচমকা কেন এভাবে বিচারপতি নিজেকে মামলা থেকে সরিয়ে নিলেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন রাহুলের আইনজীবী জানান, আদালতের তরফেই তাঁকে বিচারপতির এজলাসে মামলা শুরু করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিচারপতির সরে দাঁড়ানোর কোনও কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। তবে আপাতত বন্ধ থাকবে এই মামলার শুনানি। তবে বুধবার মামলা থেকে বিচারপতি নিজেকে সরিয়ে নেওয়ার পর গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে অন্য কোনও এজলাসে এই মামলার শুনানির আবেদন জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি। তবে এর পিছনে কোনও ‘ষড়যন্ত্র’ রয়েছে কী না তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠছে। তবে সময় যত গড়াচ্ছে ততই ‘সাংসদ’ পদ নিয়ে চিন্তা বাড়ছে রাহুল গান্ধীর।

 

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version