Sunday, November 9, 2025

বাবা জেলে। কয়েকমাস আগেই মাকেও হারিয়েছেন।বুধবার তদন্তে অসহযোগিতার অপরাধে অনুব্রত কন্যাকেও গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গ্রেফতারির পর সুকন্যার পাশে তাঁর একমাত্র বন্ধু সুতপা পাল।বৃহস্পতিবার কোর্টে তোলার আগেই ইডির দফতরে পৌঁছে যান অনুব্রত কন্যার ছায়াসঙ্গী। বলেন, ‘আমি ওঁর পাশে থাকতে চাই’।

আরও পড়ুন:অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের ৩ দিনের ইডি হেফাজত!

সুকন্যার গ্রেফতারির পর তাঁর জামা-কাপড়, ওষুধপত্র নিজের হাতে দিয়ে আসেন সুতপা। সুকন্যার ‘অসহায়তা’ নিয়ে তিনি বলেন, “মেয়েটার পাশে দাঁড়ানোর আর কেউ নেই। মা মারা গিয়েছে, বাবা জেলে। আমিই বা কী করে সাহায্য করব? নিজেরই চিকিৎসা করাতে পারি না।” বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন সুকন্যার বান্ধবী। ইডি হেফাজতেও তিনি পাশে থাকতে চান বান্ধবীর। বারে বারেই বলেন, ‘আমি শুধু ওঁর পাশে থাকতে চাই।’

প্রসঙ্গত, মায়ের মৃত্যু, এবং বাবার জেল যাত্রা মানসিকভাবে বিরাট ধাক্কা দিয়েছে সুকন্যাকে। বীরভূমের বাড়িতে থাকাকালীনও তাঁর মানসিক সমস্যার কথা শোনা গিয়েছিল। বাড়ির জিনিসপত্র ভাঙচুর থেকে শুরু করে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে নেওয়া, এসবই করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী গ্রেফতারির দিন তিনেক আগে থেকে আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করেননি অনুব্রতকন্যা।এর থেকেই বোঝা যায় কতটা বিপর্যস্ত তিনি। আর ঠিক সেসময়ই সুকন্যার বিপদের দিনে পাশে থাকতে চেয়ে ইডি আধিকারিকদের কাছে ‘আক্ষেপ’ করলেন সুতপা।

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version