Thursday, August 21, 2025

বাবা জেলে। কয়েকমাস আগেই মাকেও হারিয়েছেন।বুধবার তদন্তে অসহযোগিতার অপরাধে অনুব্রত কন্যাকেও গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গ্রেফতারির পর সুকন্যার পাশে তাঁর একমাত্র বন্ধু সুতপা পাল।বৃহস্পতিবার কোর্টে তোলার আগেই ইডির দফতরে পৌঁছে যান অনুব্রত কন্যার ছায়াসঙ্গী। বলেন, ‘আমি ওঁর পাশে থাকতে চাই’।

আরও পড়ুন:অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের ৩ দিনের ইডি হেফাজত!

সুকন্যার গ্রেফতারির পর তাঁর জামা-কাপড়, ওষুধপত্র নিজের হাতে দিয়ে আসেন সুতপা। সুকন্যার ‘অসহায়তা’ নিয়ে তিনি বলেন, “মেয়েটার পাশে দাঁড়ানোর আর কেউ নেই। মা মারা গিয়েছে, বাবা জেলে। আমিই বা কী করে সাহায্য করব? নিজেরই চিকিৎসা করাতে পারি না।” বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন সুকন্যার বান্ধবী। ইডি হেফাজতেও তিনি পাশে থাকতে চান বান্ধবীর। বারে বারেই বলেন, ‘আমি শুধু ওঁর পাশে থাকতে চাই।’

প্রসঙ্গত, মায়ের মৃত্যু, এবং বাবার জেল যাত্রা মানসিকভাবে বিরাট ধাক্কা দিয়েছে সুকন্যাকে। বীরভূমের বাড়িতে থাকাকালীনও তাঁর মানসিক সমস্যার কথা শোনা গিয়েছিল। বাড়ির জিনিসপত্র ভাঙচুর থেকে শুরু করে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে নেওয়া, এসবই করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী গ্রেফতারির দিন তিনেক আগে থেকে আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করেননি অনুব্রতকন্যা।এর থেকেই বোঝা যায় কতটা বিপর্যস্ত তিনি। আর ঠিক সেসময়ই সুকন্যার বিপদের দিনে পাশে থাকতে চেয়ে ইডি আধিকারিকদের কাছে ‘আক্ষেপ’ করলেন সুতপা।

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version