Wednesday, November 5, 2025

ফিল্মফেয়ার বয়কট! কেন এমন কথা বললেন বিবেক অগ্নিহোত্রী

Date:

বলি দুনিয়ে যে পুরস্কারের জন্য মুখিয়ে থাকে সেই পুরস্কার প্রত্যাখ্যান করে শিরোনামে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। এমনকি ছবি মুক্তির আগে হুমকির মুখেও পড়তে হয়েছে বিবেককে। তবে এত কিছুর পরও রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। দেশে বিদেশে একগুচ্ছ পুরস্কার পাওয়ার পর আগামী ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’-এর (Filmfare Awards)মনোনয়ন তালিকায় অন্তত ৭টি বিভাগে নাম রয়েছে এই সিনেমার। কিন্তু সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকেই প্রত্যাখ্যান করলেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস মানেই বলিউডের কাছে সেটা অস্কারের থেকে কিছু কম নয়। কিন্তু এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে, “অনৈতিক এবং সিনেমা বিরোধী” আখ্যা দিয়েছেন পরিচালক। ফিল্মফেয়ারের মনোনয়নের তালিকা প্রকাশ করে পোস্ট করা টুইটের প্রেক্ষিতে একটি লম্বা পোস্ট করেন তিনি। ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। পরিচালক এই ফিল্মফেয়ারকে ‘নিপীড়নমূলক এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা বলে বৃহস্পতিবার টুইটারে লেখেন, “মিডিয়ার থেকে খবর পেলাম যে দ্য কাশ্মীর ফাইলস ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে । কিন্তু আমি খুব ভদ্রভাবেই এই অনৈতিক ও সিনেমা-বিরোধী অনুষ্ঠানের অংশ হতে প্রত্যাখ্যান করছি।” এখানেই শেষ নয় নিজের পোস্টে ক্ষোভ প্রকাশ করে বিবেক জানান ফিল্মফেয়ার পুরস্কার থেকে একজন চলচ্চিত্র নির্মাতার মর্যাদা আসে এমন নয় তবে এই অপমানজনক ব্যবস্থার অবসান হওয়া উচিত। বলিউডের দুর্নীতিবাজ, অনৈতিক এবং ছদ্মবেশী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ এবং ভিন্নমতের কারণে, এই ধরনের পুরস্কার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট করেছেন বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) ।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version