Friday, November 14, 2025

কালিয়াগঞ্জ কাণ্ডের আঁ.চ কলকাতায়, বিজেপির বিক্ষো.ভ ঘিরে তুলকালাম!

Date:

কালিয়াগঞ্জ কাণ্ডের (Kaliaganj Case) প্রতিবাদ করার নামে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলাকে (Esplanade Area) অচল করার চেষ্টা বিজেপি (BJP) যুব মোর্চার কর্মী সমর্থকদের। মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলে বিজেপির তরফ থেকে এই বিক্ষোভ প্রতিবাদ বলে জানানো হয়। পাশাপাশি কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যপালের কাছে তলব চাইবেন বলে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) জানান। ডোরিনা ক্রসিং-এর কাছে বিজেপি যুব মোর্চার মিছিল আটকায় পুলিশ (Kolkata Police)। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা বলে অভিযোগ। পুলিশের ব্যারিকেড ভেঙে অশান্তি তৈরির চেষ্টা করলে একের পর এক বিজেপি যুব মোর্চার কর্মীকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ।

বিজেপির সদর দফতর থেকে শুক্রবার দুপুরে রাজভবনের উদ্দেশ্যে বিজেপি যুব মোর্চার যে মিছিল বেরোয় , তাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত ধর্মতলা চত্বর। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিক্ষোভ প্রতিবাদ করতে রাস্তায় বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের তরফ থেকে তাঁদের বারবার বোঝানোর চেষ্টা হলেও নিজেদের দাবিতে অনড় থাকেন তাঁরা। কর্মব্যস্ত দিনে এভাবে ধর্মতলা চত্বরকে অবরুদ্ধ করার যে চেষ্টা বিজেপির তরফ থেকে করা হয় তার জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এরপরই পরিস্থিতি সামাল দিতে এবং কলকাতার ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখতে বিক্ষোভকারীদের আটক করতে বাধ্য হয় পুলিশ।

পাশাপাশি ধর্মতলা রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেছে কংগ্রেস। হিন্দ সিনেমার কাছ থেকে মিছিল করে এসে ধর্মতলায় পথ অবরোধ করলেন কংগ্রেসের (Congress) কর্মী সমর্থকেরা। দুই রাজনৈতিক দলের বিক্ষোভ প্রতিবাদ মিছিলে ধর্মতলায় ধুন্ধুমার।

 

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...
Exit mobile version