Tuesday, November 4, 2025

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court of India) পিছিয়ে গেল ডিএ মামলার (DA Case) শুনানি। ১৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে খবর। এই নিয়ে টানা সাত বার পিছিয়ে গেল মহার্ঘ্য ভাতা মামলার শুনানি। শুক্রবার ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এদিনও সেই মামলার নিষ্পত্তি হল না। অন্যদিকে, আগামী ২২ মে থেকে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি (Summer Vaccation) পড়ে যাচ্ছে। ৩ জুলাই খুলবে সুপ্রিম কোর্ট। আর সেকারণেই ডিএ মামলার পরবর্তী শুনানি হবে ১৪ জুলাই।

তবে, এই প্রথম নয় গত জানুয়ারি মাস থেকেই ডিএ মামলার শুনানি লাগাতার পিছিয়ে যাচ্ছে। প্রথমে ঠিক ছিল চলতি বছরের ১৪ জানুয়ারি হবে এই মামলার শুনানি। কিন্তু তারপর তা পিছিয়ে যায় এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১১ ফেব্রুয়ারি। পরে সেই শুনানিও পিছিয়ে যায়। এরপর ঠিক হয় ২১ মার্চ হবে শুনানি। কিন্তু সেদিনও স্থগিত হয়ে যায় মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। এরপর বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে সুপ্রিম কোর্টে ডিএ মামলার বেঞ্চ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছিল। কিন্তু পরে বিচারপতি হৃষিকেশ রায়ও এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপরই ফের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে নতুন বেঞ্চ তৈরি করা হয়। তবে এদিন সরকারি কর্মী ও আইনজীবীরা আশা করেছিলেন, মামলাটি শুক্রবারই নিষ্পত্তি হয়ে যাবে। তবে শুনানি শুরু হতেই সরকারের তরফে জানানো হয়, তাঁদের আইনজীবী অভিষেক মনু সিংভি এখনও উপস্থিত হননি। আর সেকারণেই পিছিয়ে যায় শুনানি।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্য সাফ জানায়, কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা অত্যন্ত কঠিন।

 

 

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version