Tuesday, November 11, 2025

ধর্মীয় বিভাজন নিয়ে BJPকে তীব্র আ.ক্রমণ অভিষেকের, ‘হকের টাকা’ ফেরাতে দিল্লি যাওয়ার ডাক

Date:

বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়ে ফের সরব তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ছিনিয়ে আনতে দিল্লি যাত্রার সময়ও জানিয়ে দিলেন। শনিবার, ময়নাগুড়ির (Moinaguri) সভা থেকে অভিষেক জানান, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ করেই ১ কোটি চিঠি নিয়ে দিল্লি (Delhi) যাবেন তিনি।

উত্তরবঙ্গে গত লোকসভা এমনকী, গত বিধানসভা নির্বাচনেও ভালো ফল করতে পারেনি শাসকদল। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রা উত্তর থেকেই শুরু করেছেন অভিষেক। আর সেখানেই জনসভা থেকে BJP-র ধর্মীয় বিভাজনের রাজনীতি ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ময়নাগুড়ির সভা থেকে অভিষেক জানান, “জলপাইগুড়ি জেলার ৭ লক্ষ ৯৮ হাজার মানুষ কাজ করেও ১০০ দিনের টাকা পাননি।“ তিনি আবেদন জানান, “জেলা থেকে আমাকে অন্তত ৪ লক্ষ চিঠি দিন। আমি সারা রাজ্য থেকে ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব।” অভিষেকে কথায়, বাংলার ‘হকের টাকা’ মোদি সরকারের থেকে ছিনিয়ে আনতে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসবেন তিনি। তিনি যদি এককোটি চিঠি নিয়ে যান, তাহলে কোনও মন্ত্রীই কানে তুলো গুঁজে বসে থাকতে পারবেন না বলে মন্তব্য অভিষেকের।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, ধর্মীয় বিভাজনের ফাঁদে পড়ে গত লোকসভা ও বিধানসভায় উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। তার ফলে মন্দির হচ্ছে, কিন্তু মানুষের উন্নয়ন হচ্ছে না। অভিষেক বলেন, “বিজেপি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, শুধু শুনতে পাবেন, কিন্তু দেখতে পাবেন না। আর তৃণমূল হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, একই সঙ্গে দেখতেও পাবেন, শুনতেও পাবেন।” এবার আর ধর্মী মেরুকরণে না ভুলে উন্নয়নের স্বার্থে তৃণমূলকে জেতানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- দামোদর নদে স্নান করতে গিয়ে ম.র্মান্তিক পরিণতি ৩ স্কুল পড়ুয়ার

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version