হে.ফাজতে ইডির প্রশ্নবাণে বি.দ্ধ সুকন্যা! বাবার সঙ্গে দেখা করতে চেয়ে কেঁদে ভাসাচ্ছেন

তবে গোয়েন্দাদের অনুমান, গরু পাচারের টাকায় অনুব্রত মেয়ের নামে সম্পত্তি করেছে। সেই বিষয় সুকন্যার থেকে জানার চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন নানা সময়ে সেই অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা পড়েছে।

0
1

দিনকয়েক আগেই গরু পাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement DIrectorate)। তারপর থেকেই দিল্লির ইডি দফতরেই রয়েছেন সুকন্যা। আর দফায় দফায় তদন্তকারী আধিকারিকদের রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সূত্রের খবর, এবার তদন্তকারীদের প্রশ্নে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন সুকন্যা। তিনি লাগাতার বলে চলেছেন, আমি কিছু করিনি। আমি ব্যবসা সংক্রান্ত কোনও নথি দিতে পারব না। পাশাপাশি সুকন্যা বারবার তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে চান। এমনকি তিহারে (Tihar Jail) বন্দি বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন সুকন্যা, এমনটাই সুত্রের খবর।

যদিও সেটা যে একেবারেই সম্ভব নয়, তা সুকন্যাকে সাফ জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে অনুব্রত কন্যা সাফ জানিয়েছেন, কেউ যদি তাঁর নামে টাকা জমা দেন তাহলে তাঁর দোষ। বলে রাখা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে সুকন্যার অ্যাকাউন্টে দফায় দফায় মোটা অঙ্কের টাকা পড়েছে। উল্লেখ্য, বুধবার বিকেলের পর অনুব্রতর মেয়েকে গ্রেফতার করেন গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দেয়। সেই হেফাজতেই বর্তমানে লাগাতার জেরা করা হচ্ছে তাঁকে। ইডি সূত্রে খবর, সুকন্যার নামে যে বিপুল সম্পত্তি আছে তার উৎস জানার চেষ্টা চলছে।

তবে গোয়েন্দাদের অনুমান, গরু পাচারের টাকায় অনুব্রত মেয়ের নামে সম্পত্তি করেছে। সেই বিষয় সুকন্যার থেকে জানার চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন নানা সময়ে সেই অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা পড়েছে। কিন্তু এই বিষয়ে সুকন্যার থেকে জানতে চাওয়া হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে অভিযোগ।