Thursday, August 21, 2025

হে.ফাজতে ইডির প্রশ্নবাণে বি.দ্ধ সুকন্যা! বাবার সঙ্গে দেখা করতে চেয়ে কেঁদে ভাসাচ্ছেন

Date:

দিনকয়েক আগেই গরু পাচার মামলায় (Cow Smuggling Case) অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement DIrectorate)। তারপর থেকেই দিল্লির ইডি দফতরেই রয়েছেন সুকন্যা। আর দফায় দফায় তদন্তকারী আধিকারিকদের রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সূত্রের খবর, এবার তদন্তকারীদের প্রশ্নে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন সুকন্যা। তিনি লাগাতার বলে চলেছেন, আমি কিছু করিনি। আমি ব্যবসা সংক্রান্ত কোনও নথি দিতে পারব না। পাশাপাশি সুকন্যা বারবার তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে চান। এমনকি তিহারে (Tihar Jail) বন্দি বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন সুকন্যা, এমনটাই সুত্রের খবর।

যদিও সেটা যে একেবারেই সম্ভব নয়, তা সুকন্যাকে সাফ জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে অনুব্রত কন্যা সাফ জানিয়েছেন, কেউ যদি তাঁর নামে টাকা জমা দেন তাহলে তাঁর দোষ। বলে রাখা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে সুকন্যার অ্যাকাউন্টে দফায় দফায় মোটা অঙ্কের টাকা পড়েছে। উল্লেখ্য, বুধবার বিকেলের পর অনুব্রতর মেয়েকে গ্রেফতার করেন গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দেয়। সেই হেফাজতেই বর্তমানে লাগাতার জেরা করা হচ্ছে তাঁকে। ইডি সূত্রে খবর, সুকন্যার নামে যে বিপুল সম্পত্তি আছে তার উৎস জানার চেষ্টা চলছে।

তবে গোয়েন্দাদের অনুমান, গরু পাচারের টাকায় অনুব্রত মেয়ের নামে সম্পত্তি করেছে। সেই বিষয় সুকন্যার থেকে জানার চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন নানা সময়ে সেই অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের টাকা জমা পড়েছে। কিন্তু এই বিষয়ে সুকন্যার থেকে জানতে চাওয়া হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে অভিযোগ।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version