Saturday, May 3, 2025

আগামি মরশুমের জন‍্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যেই দলের নতুন কোচ হয়েছেন কার্লেস কুয়াদ্রাত। কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে চুক্তি হওয়ার পরেই ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। শুধু বিদেশি ফুটবলার নয়, স্বদেশী তারকাদেরও নিজেদের দলে সই করাতে চাইছেন লাল-হলুদ কর্তারা। অনেক ক্ষেত্রে ট্রান্সফার ফি দিতে হলেও ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে পিছু হটছেন না কর্তারা। দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় ফুটবলারকে টার্গেট করছেন লাল-হলুদ কর্তারা?

 

 

 

ইস্টবেঙ্গলের তালিকায় অনেক নাম থাকলেও তাদের সবাইকে পাওয়া সম্ভব নয়। সেটা ক্লাব কর্তারাও ভালভাবেই জানেন। আর সেই জন্যই তিন চার জন ভারতীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলছেন লাল-হলুদ কর্তারা। সূত্রের খবর, এরা হলেন, ফারুক চৌধুরী, ইশান পন্ডিতা, মেহেতাব সিং এবং হারমনজোৎ সিং খাবরা।

ফারুক চৌধুরী- জামশেদপুর এফসি-র সঙ্গে এই মরশুমেই চুক্তি শেষ হচ্ছে ফারুখের। এই রাইট উইঙ্গারকে তাই ট্রান্সফার ফি ছাড়াই দলে নিতে পারে ইস্টবেঙ্গল। ২৬ বছর বয়সী তরুণ এই মিডফিল্ডার ভারতীয় দলের হয়েও আটটি ম্যাচ খেলেছেন। কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি হয়ে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছিলেন ফারুক। একটা সময় কাশ্মীরের ক্লাব লোন স্টারের হয়েও খেলেছেন তিনি। তাঁকে লাল-হলুদে নিতে হলে ৬০ লক্ষ টাকা খরচ করতে হবে। তাই ফারুককে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল।

 

ইশান পন্ডিতা- জুন মাসে ফ্রি এজেন্ট হতে চলেছেন ইশান। তাঁর সঙ্গে এখনও চুক্তি বাড়ায়নি জামশেদপুর এফসি। ফলে নতুন মরশুমে দল গঠনের লড়াই বেশ জমে উঠতে পারে। ভারতীয় স্ট্রাইকার হিসেবে নজর কেড়েছেন ইশান। তাঁর গোল করার দক্ষতা সকলকেই চমকে দিয়েছে। ক্লেইটন সিলভা ও সিভেরিওর সঙ্গে ভালো মানের ভারতীয় স্ট্রাইকারকেও জুড়ে দিতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই জন্যই প্রস্তাব দেওয়া হয়েছে ইশানকে।

মেহেতাব সিং- আগেও ইস্টবেঙ্গলে খেলেছেন মেহেতাব। লাল-হলুদের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার কি ফিরে আসবেন? ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু চাইছেন ফিরে আসুন স্টপার। মুম্বই সিটি এফসি-তে দারুণ ছন্দে রয়েছেন মেহেতাব। গত মরশুমে প্রচুর গোল করলেও গোল খেয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তবে এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে মেহেতাবের সঙ্গে কথাবার্তা বলছেন লাল-হলুদ কর্তারা।

হারমনজোৎ সিং খাবরা- ইস্টবেঙ্গলে ফিরতে পারেন এক সময়ে ইস্টবেঙ্গলের জার্সিতে বহু ম্যাচ খেলা হরমনজিৎ খাবড়াও। সঙ্গে একজন ভালো মানের গোলরক্ষকের সঙ্গেও দ্রুত চুক্তি করতে চলেছে ইস্টবেঙ্গল শিবির। ইস্টবেঙ্গলে গোলরক্ষকদের মধ্যে ধীরজ সিং-এর সঙ্গে কথাবার্তা বলছে বলে সূত্রের খবর। যদিও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version