Wednesday, November 5, 2025

মিশন এএফসি, সোমবার কেরলের কোঝিকোড় রওনা হচ্ছে মোহনবাগান

Date:

আইএসএল-সুপার কাপ অতীত। এএফসি কাপের প্রাথমিক রাউন্ডে খেলা নিশ্চিত করেই মরশুম শেষ করতে চায় এটিকে মোহনবাগান। এএফসি কাপের মূলপর্বে খেলার যোগ্যতা পর্বের ম্যাচ খেলতে সোমবার কেরলের কোঝিকোড় রওনা হচ্ছে মোহনবাগান। বুধবার সেখানে আইএসএলের অন্যতম শক্তিশালী দল হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে জুয়ান ফেরান্দোর দল। এই ম্যাচ জিতে এএফসি কাপের প্রাথমিক রাউন্ডে খেলা নিশ্চিত করেই মরশুম শেষ করতে চায় সবুজ-মেরুন ব্রিগেড।সোমবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সেরে শহর ছাড়বেন লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোসরা। দলে কোনও চোট সমস্যা নেই। দিন তিনেক আগে আশিস রাই অনুশীলনে হাঁটুতে চোট পেলেও এখন ফিট। মরশুমের শেষ ম্যাচ যে কোনও মূল্যেই জিততে মরিয়া মোহনবাগান।

দলের আক্রমণভাগের প্রধান ভরসা অস্ট্রেলীয় দিমিত্রি বলেন, ‘‘আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয়ে থেমে থাকতে চাই না। গত বছর এই প্রতিযোগিতায় ইন্টার জোনাল সেমিফাইনালে উঠেছিলাম। এবার আরও উপরে ওঠাই লক্ষ্য। এশীয় পর্যায়ে ভাল কিছু করলে ক্লাবের সুনাম ও ব্যাপ্তি বাড়বে। তাই সবার আগে হায়দরাবাদকে হারাতে হবে। এটাই মরশুমের শেষ ম্যাচ। পরের মরশুম ভালভাবে শুরু করতে হলে শেষ ম্যাচ জেতাটা জরুরি। হায়দরাবাদ শক্তিশালী প্রতিপক্ষ। এই মরশুমে ওদের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতের ফল ১-১। সেটা এবার আমাদের পক্ষে ২-১ করতে হলে সবাইকে সেরাটা দিতে হবে।’’

সবুজ-মেরুনের ডিফেন্ডার শুভাশিস বসু বলেন, ‘‘সুপার কাপে ব্যর্থতার প্রভাব এই ম্যাচে পড়বে না। অনুশীলনে আমরা নিজেদের তৈরি করেছি। মরশুমের শেষ ম্যাচ হারা চলবে না।’’ আশিক কুরুনিয়ন কেরলের ছেলে। কোঝিকোড়ে নিজের শহরে হায়দরাবাদ ম্যাচটা জিততে চান। আশিক বলেন, ‘‘সুপার কাপের ফাইনাল খেলতে চেয়েছিলাম নিজের শহরে। সেটা হয়নি বলে হতাশ হয়েছিলাম। এবার আর সুযোগ হাতছাড়া করা যাবে না।’’

আরও পড়ুন:ধোনির চেন্নাইকে ৪ উইকেটে হারাল ধাওয়ানের পাঞ্জাব

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version