Saturday, November 22, 2025

ধমকে-চমকে আটকাতে পারবেন না, ২০২৬-এ ২৪০ আসন পাবে তৃণমূল: চ্যালেঞ্জ অভিষেকের

Date:

বিজেপি (BJP) বিরোধীদলগুলিকে কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে চাপ সৃষ্ঠি করছে মোদি সরকার (Modi Government)। এই অভিযোগ শুধু তৃণমূলের নয়, আপ-সহ সব বিরোধীদলের। কিন্তু ধমকে-চমকে TMC-কে আটকানো যাবে না। যত জোড়াফুলকে দমিয়ে রাখার চেষ্টা হবে, ততই আসন বাড়াতে তারা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২৪০ আসন পাবে বাংলার শাসকদল। জনসংহতি যাত্রায় রবিবার চোপড়ার জনসভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ‘জনসংযোগ যাত্রা’য় বেরিয়ে এদিন উত্তর দিনাজপুরের চোপড়ায় একাধিক জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করে অভিষেক বলেন, “ED-CBI দিয়ে ধমকে চমকে কোনও লাভ হবে না। অন্য দল ভয় পেতে পারে। তৃণমূল এসবকে ভয় পায় না। আমাকেও নোটিশ পাঠিয়েছে।” এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “যত নোটিশ আসবে, আন্দোলনের ভাষা তীব্র হবে ততই। ধমকে চমকে তৃণমূলকে আটকাতে পারবেন না। তৃণমূলকে যত ধমকেছে-চমকেছে তত আসন বেড়েছে।” পরিসংখ্যা তুলে ধরে তিনি বলেন “২০১১ সালে ১৮৪ আসন ছিল, ২০১৬ সালে ২১১, আর ২০২১ সালে ২১৪। ২০২৬-এ তৃণমূলের আসনসংখ্যা ২৪০ হবে। যত ধমকাবেন-চমকাবেন, ততই শক্তিশালী হবে তৃণমূল।”

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে এদিনর সভা থেকেও সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামী দিন দিল্লিতে যাব। মানুষের অধিকারের প্রাপ্য টাকা ফিরিয়ে আনব। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য দিল্লিতে ধর্নায় বসব। দিল্লির বুক থেকে অধিকার ছিনিয়ে আনব। কারও ক্ষমতা নেই আটকে রাখার।” তিনি সাফ জানান, ইডি-সিবিআইয়ের ভয়ে মাথা নত করবে না তৃণমূল।

 

 

 

 

Related articles

শিল্পতালুকে দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, বসছে বিশেষ মনিটরিং ইউনিট

রাজ্যের শিল্পতালুকগুলিতে (Industrial Area) দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে । রাজ্য শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে শিল্পপার্কগুলিতে প্রথমবার...

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা: মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা

গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের মেঘ জমেছে। যার জেরে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ...

হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ধূলিসাৎ ব্রিটিশদের বাজবল, ইডেনকেও ছাপিয়ে গেল পারথ

কয়েকদিন আগেই ইডেনে আড়াই দিনে টেস্ট ম্যাচের ফয়সালা হওয়া নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু ডনের দেশে টেস্ট শেষ...

বিশেষ দলকে সুবিধা দিতে নাম বাদের ষড়যন্ত্র! মৃত্যুর দায় এড়াতে পারে না কমিশন: নালিশ তৃণমূলের

SIR প্রক্রিয়ার চাপে মানুষের মৃত্যুর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দৃষ্টি আকর্ষণ করল  তৃণমূল (TMC)। শনিবার, রাজ্যের...
Exit mobile version