Friday, August 22, 2025

কুনো জাতীয় উদ্যানে চিতার জন্য অপর্যাপ্ত স্থান! আশ.ঙ্কায় বিশেষজ্ঞরা

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনে ঘটা করে নামিবিয়া (Namibia)থেকে চিতা (Cheetah) এনে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park) ছেড়ে নাম কেনার ব্যবস্থা করল মোদি সরকার। পরে দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে এল আরও চিতা (Cheetah)। সবমিলিয়ে সংখ্যা দাঁড়াল কুড়ি। এরপর দুই চিতার মৃত্যুতে এই মুহূর্তে রয়েছে ১৮টি চিতা রয়েছে জাতীয় উদ্যানে। ঢাক-ঢোল পিটিয়ে চিতা প্রকল্পের সূচনা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কিন্তু সেই চিতার থাকার মত পর্যাপ্ত জায়গা ওই উদ্যানে রয়েছে কি? বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন অন্য জায়গা থেকে আনা চিতাগুলি বেড়ে ওঠা বা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যথেষ্ট পরিমাণ জায়গা পাচ্ছে না।

পরিসংখ্যান বলছে, কুনো জাতীয় উদ্যান প্রায় ৭৪৮ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত । সঙ্গে রয়েছে ৪৮৭ বর্গকিলোমিটারের ‘বাফার জোন’। কিন্তু, একটি চিতার জন্যই প্রায় ১০০ বর্গ কিলোমিটার জায়গা প্রয়োজন। সেক্ষেত্রে এই মুহূর্তে ১৮টি চিতার জন্য কতটা জায়গা প্রয়োজন সেটা একটা সহজ অংক। দ্য ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রাক্তন ডিন তথা বন্যপ্রাণ বিশেষজ্ঞ যাদবেন্দ্রদেব বিক্রমসিং ঝালার বলছেন মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের ওই জায়গা যথাযথ নয়। সংখ্যাবৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীরা যাতে একস্থান থেকে অন্য স্থানে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া, আনুষঙ্গিক বিষয়গুলিতেও গুরুত্ব দিতে হবে। এর আগে দুই চিতার মৃত্যুর ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে।আজ সোমবার নয়াদিল্লিতে দ্য ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এই নিয়ে একটি বৈঠক করতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version