Wednesday, November 5, 2025

পঞ্চায়েত ভোট আসতেই দাম কমল বাণিজ্যিক গ্যাসের! তবুও স্বস্তিতে নেই মধ্যবিত্ত

Date:

বিধানসভা ভোটে বাংলায় গোহারা হেরেছে বিজেপি। তারপর থেকেই লাগাতার বাড়িয়েছে গ্যাসেক দাম। এর প্রতিবাদে একাধিকবার রাস্তায় নেমেছে তৃণমূল। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে পঞ্চায়েত ভোট আসতেই পুরনো ছকেই মানুষের মন জয়ের চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। নতুন অর্থবর্ষের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল গ্যাসের দাম। শনিবার, ১ এপ্রিল থেকে বাণিজ্যিক রান্নার রান্নার গ্যাস সিলিন্ডারের (১৯ কেজির) দাম একধাক্কায় ৯২টাকা কমানো হয়েছে। যদিও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের (১৪.২ কেজির সিলিন্ডার )দাম অপরিবর্তিতই থাকছে।


আরও পড়ুন:সাধারণের রেহাই নেই, অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম

২০২৩ সালের মার্চ মাসে গৃহস্থের হেঁশেলে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ে ৫০ টাকা। যার ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন খরচ পড়ে ১১২৯ টাকা।যার ফলে মধ্যবিত্তর অস্বস্তি বেড়্ছে বইকি! যদিও তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই বিজেপির।

অন্য দিকে, কেন্দ্রীয় সরকার মার্চ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫০ টাকা বাড়িয়েছিল। শনিবার, ব্যবসায়ীদের খানিক স্বস্তি দিয়ে সেই গ্যাসের দাম ৯২ টাকা কমানো হয়েছে।

১ এপ্রিল থেকে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম দেখে নেওয়া যাক-
কলকাতা: ২১৩২ টাকা
দিল্লি: ২০২৮ টাকা
মু্ম্বই:১৯৮০ টাকা
চেন্নাই: ২১৯২.৫০ টাকা
যদিও বাণিজ্যিক গ্যাসের দাম কমানোতে স্বস্তিতে নেই মধ্যবিত্ত।তাঁদের কথায় ভোট আসতেই গ্যাসের দাম কমিয়েছে বিজেপি। তবে খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। পাশাপাশি দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় ওষুধেরও।এমনিতেই লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় যাতায়াত করতেও আগের থেকে বেশি টাকা গুনতে হচ্ছে।কেরোসিন তেলের দামও বহুদিন ধরেই একজায়গাতেই স্থির রয়েছে। ফলে স্বস্তিতে নেই আমজনতা।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version