Tuesday, November 4, 2025

পঞ্চায়েত ভোট আসতেই দাম কমল বাণিজ্যিক গ্যাসের! তবুও স্বস্তিতে নেই মধ্যবিত্ত

Date:

বিধানসভা ভোটে বাংলায় গোহারা হেরেছে বিজেপি। তারপর থেকেই লাগাতার বাড়িয়েছে গ্যাসেক দাম। এর প্রতিবাদে একাধিকবার রাস্তায় নেমেছে তৃণমূল। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে পঞ্চায়েত ভোট আসতেই পুরনো ছকেই মানুষের মন জয়ের চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। নতুন অর্থবর্ষের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল গ্যাসের দাম। শনিবার, ১ এপ্রিল থেকে বাণিজ্যিক রান্নার রান্নার গ্যাস সিলিন্ডারের (১৯ কেজির) দাম একধাক্কায় ৯২টাকা কমানো হয়েছে। যদিও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের (১৪.২ কেজির সিলিন্ডার )দাম অপরিবর্তিতই থাকছে।


আরও পড়ুন:সাধারণের রেহাই নেই, অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম

২০২৩ সালের মার্চ মাসে গৃহস্থের হেঁশেলে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বাড়ে ৫০ টাকা। যার ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন খরচ পড়ে ১১২৯ টাকা।যার ফলে মধ্যবিত্তর অস্বস্তি বেড়্ছে বইকি! যদিও তা নিয়ে কোনও মাথাব্যাথা নেই বিজেপির।

অন্য দিকে, কেন্দ্রীয় সরকার মার্চ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫০ টাকা বাড়িয়েছিল। শনিবার, ব্যবসায়ীদের খানিক স্বস্তি দিয়ে সেই গ্যাসের দাম ৯২ টাকা কমানো হয়েছে।

১ এপ্রিল থেকে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম দেখে নেওয়া যাক-
কলকাতা: ২১৩২ টাকা
দিল্লি: ২০২৮ টাকা
মু্ম্বই:১৯৮০ টাকা
চেন্নাই: ২১৯২.৫০ টাকা
যদিও বাণিজ্যিক গ্যাসের দাম কমানোতে স্বস্তিতে নেই মধ্যবিত্ত।তাঁদের কথায় ভোট আসতেই গ্যাসের দাম কমিয়েছে বিজেপি। তবে খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। পাশাপাশি দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় ওষুধেরও।এমনিতেই লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় যাতায়াত করতেও আগের থেকে বেশি টাকা গুনতে হচ্ছে।কেরোসিন তেলের দামও বহুদিন ধরেই একজায়গাতেই স্থির রয়েছে। ফলে স্বস্তিতে নেই আমজনতা।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version