Tuesday, August 26, 2025

আইপিএলের ম্যাচে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। গতকাল লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউকে হারানোর পর বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন গৌতম গম্ভীর । এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটি। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দুই তারকাকে জরিমানা করল।

বিসিসিআইয়ের বিবৃতি অনুযায়ী, গম্ভীর ও কোহলি দু’জনেই বোর্ডের সংবিধানের দ্বিতীয় স্তরের দোষ করেছেন। আইনের ২.২১ নম্বর ধারায় তাঁরা দোষি। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নবীন উল হককেও জরিমানা করা হয়েছে। তিনি প্রথম স্তরের দোষ করেছেন। এই আফগান পেসার বিরাট-গম্ভীরের মধ্যে দ্বন্দ্বে ঢুকে পড়েছিলেন।বিসিসিাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০% কেটে নেওয়া হয়েছে। অন্যদিকে নবীন উল হকের ম্যাচ ফি-র ৫০% কেটে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে সমস্যা নতুন নয়। অতীতেও এই দু’জনকে বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল। এবার একানা স্টেডিয়ামে ম্যাচের মধ্যেই আগ্রাসীভাবে বিরাটকে দেখা যায়। সেলিব্রেশন থেকে শুরু করে প্রতিটা বিষয়ে বিরাটকে আগ্রাসী হতে দেখা যায়। চিন্নস্বামীতে RCB-কে পরাস্ত করে গৌতম গম্ভীর যেই আগ্রাসন দেখিয়েছিলেন সেটারই পাল্টা দিলেন বিরাট কোহলি।
তবে অনেকে মনে করছেন এই ম্যাচে সমস্যার সূত্রপাত হয়েছে গৌতম গম্ভীরের জন্য। ম্যাচের পর কাইল মেয়ার্স বিরাট কোহলির সঙ্গে কথা বলছিলেন। সেই সময় গম্ভীর মেয়ার্সকে টেনে নিয়ে যান। এতে বিরাট কিছু বলেন। পাল্টা বলেন গম্ভীরও। এতেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। সেই সময় মাঝে প্রবেশ করেন নবীন উল হক। তিনি বিরাটকে পাল্টা কিছু বলতে যান।এরপর বিরাটকে সতীর্থরা সরিয়ে নিলেও গম্ভীর বিরাটকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন। পাল্টা বিরাট এগিয়ে যান ও গম্ভীরের সঙ্গে সম্মুখ সমরে হন। পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে ফাফ ডু প্লেসি ও কেএল রাহুলকে এগিয়ে আসতে হয় দু’জনকে থামাতে।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version