Monday, May 12, 2025

উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কিছু নিয়োগে সায় রাজ্য মন্ত্রিসভায়

Date:

উচ্চশিক্ষার মানোন্নয়নে বেশ কিছু নিয়োগে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন নিয়োগ অনুমোদন পেয়েছে। এদিনের বৈঠকে মৎস্য দফতর, দু’টি কলেজ-সহ কিছু পদে নিয়োগের বিষয়ে এদিন প্রস্তাব পেশ করা হয়েছিল। তাতে সবুজ সঙ্কেত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

• রাজ্য সরকারের মৎস্য দফতরের অধীনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিসেসের গ্রেড টুতে ৮১ জনকে নেওয়া হবে।
• ফিশারিজ এক্সটেনশন অফিসার পদে তাঁদের নিয়োগ করা হবে।
• পশ্চিমবঙ্গ ইএসআই (এমবি) স্কিমের অধীনে ইএসআই মানিকতলাতে ওটি টেকনিশিয়ান গ্রেড-৩ এর সাতটি শূন্যপদ তৈরি হয়েছে। ওই ৭টি শূন্যপদের মধ্যে আপাতত ৩টি পূরণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
• বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে কোষাধ্যক্ষ তথা ক্যাশিয়ার পদে এক জনকে নেওয়া হবে।

তবে, বিদ্যালয় শিক্ষা দফতরে আর কোনও শূন্যপদ পূরণের প্রস্তাব এদিন রাখা হয়নি। তবে কলেজে নিয়োগের বিষয়ে প্রস্তাব পাশ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার শিশুরাম দাস কলেজে বিভিন্ন বিষয়ে ৭টি সহকারি অধ্যাপক পদ তৈরি ও পূরণের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া কোচবিহারের এবিএন শীল কলেজে পদার্থবিদ্যা বিভাগে ১ জন সহকারি অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগে একজন অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেন, “আইনিজালে কিছু চাকরি আমরা দিতে পারছি না। কিন্তু আমাদের হাতে যা আছে সেগুলোতে লোক নিন। কাজের গতি বাড়াতে হবে তো দফতরগুলিকে।“

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিন্‌হার বেঞ্চে

 

 

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version