Sunday, May 4, 2025

পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু ঝড়বৃষ্টি নয়, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে।


আরও পড়ুন:লখনৌকে ১৮ রানে হারাল ব‍্যাঙ্গালোর, ম‍্যাচের পর বা*কবিতণ্ডায় জড়ালেন বিরাট-গৌতম

হাওয়া অফিসের পূর্বাভাস, বীরভূম,মুর্শিদাবাদ,নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর দেখা পাওয়া যেতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। একইসঙ্গে এই জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও আজ থেকেই বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে প্রায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানান হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বুধ এবং বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমেছে। গরম থাকলেও ‘অস্বস্তি’ তেমন নেই। আজকে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.à§© ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.à§® ডিগ্রি।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version