Sunday, August 24, 2025

নিয়োগ দু.র্নীতির টাকা দিনমজুরদের অ্যাকাউন্টেও! ধৃত শান্তনুর বিরুদ্ধে ইডির হাতে বি.স্ফোরক তথ্য

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Bandopadhyay) বিরুদ্ধে এবার বিস্ফোরক তথ্য উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে। ইডি সূত্রে খবর, নিজের পরিবার ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা রেখেও জায়গা হচ্ছিল না। আর সেকারণেই খেটে খাওয়া দিনমজুরদের (Day Labor) অ্যাকাউন্টও ধার করতে হয়েছিল তাঁকে।

ইডির অভিযোগ, দিনমজুরদের দিয়ে জোর করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন শান্তনু। তাঁদের দিয়ে জোর করে চেকবুকে সই করিয়ে নিতেন। তারপর দিনমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্নীতির টাকা লুকিয়ে রাখতেন শান্তনু। উল্লেখ্য, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর যে তালিকা মিলেছিল তার বাইরে আরও ২৬ জনের তালিকা পেয়েছে ইডি। সেটি প্রাইমারি (Primary) ও আপার প্রাইমারির (Upper Primary) চাকরিপ্রার্থীদের তালিকা। এই ২৬ জনের চাকরি করিয়ে দেওয়ার নাম করে ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন শান্তনু। আর সেই টাকা দিনমজুরদের অ্যাকাউন্টে লুকিয়ে রেখেছিলেন।

পাশাপাশি ইডির তদন্তে আরও উঠে এসেছে, শান্তনু নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কালো টাকা সাদা করার জন্য অন্যদের কোম্পানিরও সাহায্য নিয়েছে। অন্য একজনের একটি কনস্ট্রাকশন কোম্পানিকে (Construction Company) রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেন্ডার পাইয়ে দিতেন শান্তনু এবং সেই কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ‘ফান্ড রুট’ হিসাবে ব্যবহার করতেন শান্তনু। আর সেকারণেই শান্তনুর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও ব্যাঙ্ক আধিকারিক কিংবা কর্মীর হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version