Tuesday, May 6, 2025

নিয়োগ দু.র্নীতির টাকা দিনমজুরদের অ্যাকাউন্টেও! ধৃত শান্তনুর বিরুদ্ধে ইডির হাতে বি.স্ফোরক তথ্য

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Bandopadhyay) বিরুদ্ধে এবার বিস্ফোরক তথ্য উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) হাতে। ইডি সূত্রে খবর, নিজের পরিবার ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা রেখেও জায়গা হচ্ছিল না। আর সেকারণেই খেটে খাওয়া দিনমজুরদের (Day Labor) অ্যাকাউন্টও ধার করতে হয়েছিল তাঁকে।

ইডির অভিযোগ, দিনমজুরদের দিয়ে জোর করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন শান্তনু। তাঁদের দিয়ে জোর করে চেকবুকে সই করিয়ে নিতেন। তারপর দিনমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্নীতির টাকা লুকিয়ে রাখতেন শান্তনু। উল্লেখ্য, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর যে তালিকা মিলেছিল তার বাইরে আরও ২৬ জনের তালিকা পেয়েছে ইডি। সেটি প্রাইমারি (Primary) ও আপার প্রাইমারির (Upper Primary) চাকরিপ্রার্থীদের তালিকা। এই ২৬ জনের চাকরি করিয়ে দেওয়ার নাম করে ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন শান্তনু। আর সেই টাকা দিনমজুরদের অ্যাকাউন্টে লুকিয়ে রেখেছিলেন।

পাশাপাশি ইডির তদন্তে আরও উঠে এসেছে, শান্তনু নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কালো টাকা সাদা করার জন্য অন্যদের কোম্পানিরও সাহায্য নিয়েছে। অন্য একজনের একটি কনস্ট্রাকশন কোম্পানিকে (Construction Company) রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেন্ডার পাইয়ে দিতেন শান্তনু এবং সেই কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ‘ফান্ড রুট’ হিসাবে ব্যবহার করতেন শান্তনু। আর সেকারণেই শান্তনুর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও ব্যাঙ্ক আধিকারিক কিংবা কর্মীর হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

 

 

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version