Thursday, August 21, 2025

শিক্ষক-শিক্ষিকাদের বেতন বন্ধ ১বছর! ইসিএলকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

শিক্ষক-শিক্ষিকাদের বেতন দিচ্ছে না ইস্টার্ন কোলফিল্ডস। প্রায় এক বছর ধরে চলছে এই অরাজকতা । বেতনের দাবিতে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন সংস্থার শিক্ষক-শিক্ষিকারা।

সংস্থার চেয়ারম্যান তথা জেনারেল ম্যানেজারকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি নির্দেশ দিয়ে বলেন, ১০ দিনের মধ্যে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে হবে।
শুধুমাত্র এখানেই থেমে থাকেনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ । তিনি বলেছেন, ইস্টার্ন কোলফিল্ডের নিয়ন্ত্রণাধীন স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকার কত জনের কত বেতন বকেয়া রয়েছে, তার তালিকা ২ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে।
জানা গিয়েছে, কয়লা উত্তোলনকারী সংস্থা ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি এবং পশ্চিমবঙ্গে ৭টি স্কুল রয়েছে। ওই স্কুলের যারা ছাত্র-ছাত্রীদের পড়ান সেই শিক্ষক-শিক্ষিকার মধ্যে যাদের বিএড ডিগ্রি রয়েছে, তাঁরা মাসে ৭,০০০ টাকা পান। যাঁরা স্নাতক পাশ, তাঁরা মাসে ৫,৫০০ টাকা বেতন পান। তার থেকে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকেরা মাসে ৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন।
মামলাকারীদের তরফ থেকে আদালতে অভিযোগ করা হয়, নিজেদের খেয়াল খুশি মতো বেতন দিচ্ছে ইসিএল। স্কুলগুলির কোনও উন্নয়ন তো করছেই না , বরং সেগুলি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সংস্থা। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের দাবি, এক বছরের বেশি সময় বেতন বন্ধ রয়েছে। এই মামলার শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ইসিএল চালাতে না পারলে, স্কুলগুলি রাজ্যের হাতে দিয়ে দিক। হাইকোর্টের এই নির্দেশ পাওয়ার পর আশায় বুক বাঁধছেন ৪৪ জন শিক্ষক-শিক্ষিকা।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version