Sunday, August 24, 2025

শিক্ষক-শিক্ষিকাদের বেতন বন্ধ ১বছর! ইসিএলকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

শিক্ষক-শিক্ষিকাদের বেতন দিচ্ছে না ইস্টার্ন কোলফিল্ডস। প্রায় এক বছর ধরে চলছে এই অরাজকতা । বেতনের দাবিতে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন সংস্থার শিক্ষক-শিক্ষিকারা।

সংস্থার চেয়ারম্যান তথা জেনারেল ম্যানেজারকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি নির্দেশ দিয়ে বলেন, ১০ দিনের মধ্যে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে হবে।
শুধুমাত্র এখানেই থেমে থাকেনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ । তিনি বলেছেন, ইস্টার্ন কোলফিল্ডের নিয়ন্ত্রণাধীন স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকার কত জনের কত বেতন বকেয়া রয়েছে, তার তালিকা ২ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে।
জানা গিয়েছে, কয়লা উত্তোলনকারী সংস্থা ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি এবং পশ্চিমবঙ্গে ৭টি স্কুল রয়েছে। ওই স্কুলের যারা ছাত্র-ছাত্রীদের পড়ান সেই শিক্ষক-শিক্ষিকার মধ্যে যাদের বিএড ডিগ্রি রয়েছে, তাঁরা মাসে ৭,০০০ টাকা পান। যাঁরা স্নাতক পাশ, তাঁরা মাসে ৫,৫০০ টাকা বেতন পান। তার থেকে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকেরা মাসে ৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন।
মামলাকারীদের তরফ থেকে আদালতে অভিযোগ করা হয়, নিজেদের খেয়াল খুশি মতো বেতন দিচ্ছে ইসিএল। স্কুলগুলির কোনও উন্নয়ন তো করছেই না , বরং সেগুলি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সংস্থা। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের দাবি, এক বছরের বেশি সময় বেতন বন্ধ রয়েছে। এই মামলার শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ইসিএল চালাতে না পারলে, স্কুলগুলি রাজ্যের হাতে দিয়ে দিক। হাইকোর্টের এই নির্দেশ পাওয়ার পর আশায় বুক বাঁধছেন ৪৪ জন শিক্ষক-শিক্ষিকা।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version