Saturday, November 15, 2025

রেখে দিলে ‘আ.লসার’, বাড়তে দিলে ‘ক্যা.নসার’: বিজেপিকে তুলোধনা অভিষেকের

Date:

৬০ দিনের জনসংযোগ কর্মসূচি হাতে নিয়ে জেলা সফরে বেরিয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মসূচির দশম দিনে মালদার ইংলিশ বাজারে(English Bazar) রয়েছেন তিনি। বৃহস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। নেত্রীকে পাশে নিয়েই এদিন মঞ্চ থেকে কড়া সুরে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক। জানালেন, “মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস! বিজেপিকে রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যানসার।”

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিনের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ মালদাতে আমাদের কর্মসূচির দশম দিন। আর এই বিশেষ দিনে আমাদের প্রিয় নেত্রী এখানে আমাদের কাছে উপস্থিত হতে পেরেছেন, এটা আমাদের কাছে গর্বের। গত কয়েকদিনে আমি মলাদার বুথে বুথে ব্লকে ব্লকে ঘুরে বেড়িয়েছি। দেখেছি মানুষ কীভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সমর্থন করছেন। তৃণমূলের প্রতি মানুষের যে ভালবাসা আমি দেখেছি তাতে স্পষ্ট যে তৃণমূলের কোনও বিকল্প নেই। পঞ্চায়েত তো বটেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।”

এরপরই চড়া সুরে বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মালদা থেকে একজন সাংসদকে জিতিয়েছিলেন আপনারা। তাঁকে আর দেখা যায় না। মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস। বিজেপিকে রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার। আপনার খাবে, আপনার পরবে আর আপনাকে শেষ করবে। এরা বাংলার খাচ্ছে বাংলার পরছে আর বলছে বাংলার টাকা বন্ধ করে দাও।” এরপরই জনতার উদ্দেশ্যে অভিষেক জানান, “আপনারা লড়বেন নিজেদের অধিকারের স্বার্থে। মানুষের পঞ্চায়েত গড়বেন। আমরা মাথা নত করে চলব না। শেষ রক্তবিব্দু দিয়ে লড়ব কিন্তু দিল্লি আর কাছে আত্মসমর্পণ করবো না। মনে রাখবেন আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।”

Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version