Friday, August 22, 2025

শ্রমিকদের পাশে দাঁড়াতে বাংলার দেখানো পথ অনুসরণ করুক কেন্দ্র, শ্রমমন্ত্রকের বৈঠকে প্রশ্ন তৃণমূলের

Date:

অসংগঠিত ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) নথিভুক্ত শ্রমিকদের (Workers) সংখ্যা ব্যাপক হারে কমেছে। আর সেকারণে প্রভিডেন্ট ফান্ডের পাশাপাশি কমেছে পেনশন প্রকল্পে নথিভুক্ত শ্রমিকের সংখ্যাও। বৃহস্পতিবার শ্রমমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমনই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তের কথা জানানোর পরই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস (TMC)। জানা গিয়েছে, এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) যেভাবে অসংঠিত শ্রংমিকদের সমস্যা সমাধান করেছে, তাঁদের পাশে দাঁড়িয়েছে, কেন শ্রমিকদের পাশে দাঁড়াতে সেই পথ অনুসরণ করছে না কেন্দ্র।

উল্লেখ্য, ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের জন্য শ্রমিকদের নিজস্ব ২৫ টাকা আর দিতে হবে না। এবার থেকে সরকারের পক্ষ থেকে ৩০ টাকা এবং শ্রমিকের ২৫ টাকা অর্থাৎ পুরো ৫৫ টাকাই দেবে রাজ্য সরকার। আর সেই মতো পশ্চিমবঙ্গ সরকার শ্রমিকদের উন্নতিকল্পে পুরো ৫৫ টাকাই দেয়। আর বাংলা পারলে কেন এই পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পুরো টাকা দিচ্ছে না সেই নিয়েই এদিনের বৈঠকে প্রশ্ন তোলে তৃণমূল।

পাশাপাশি এদিন সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে নথিভুক্ত অসংগঠিত শ্রমিকের সংখ্যা ছিল ২৭ লক্ষ ৪৩ হাজার ৭০৯ জন। যদিও ২০২২-২৩ অর্থবর্ষে তা কমে হয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৬৪ জন। অন্যদিকে, পেনশন প্রকল্পে ২০১৯-২০ অর্থবর্ষে নথিভুক্ত সংঠিত শ্রমিকের সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৪৮৩ জন। যদিও ২০২২-২৩ অর্থবর্ষে এই প্রকল্পে নথিভুক্ত সংগঠিত শ্রমিকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬৬ জন। তবে কেন এই বিপুল সংখ্যক শ্রমিকের পরিমাণ কমল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। জানা গিয়েছে, এদিনের বৈঠকে তৃণমূলের যুক্তিতে সহমত হয়ে বেশিরভাগ দলের সাংসদই একমত হয়েছেন।

 

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version