Thursday, November 13, 2025

শুভেন্দুর ‘বাকচার আবর্জনা’র তালিকায় বিজয়কৃষ্ণও! BJP বিধায়ককে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে টুইট কুণালের

Date:

‘বাকচার আবর্জনা’ পরিষ্কারের নিদান দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই তালিকায় নাম ছিল বিজেপির (BJP) বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁরও। এবার তাঁর দেহ উদ্ধারে বর্তমানে বিজেপি বিধায়ক কথা বিরোধী দলনেতা শুভেন্দুকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে টুইট করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

 

বুধবার কুণাল তাঁর টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) একটি পুরনো ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে ২০১৯-এর তমলুক লোকসভায় নির্বাচনের আগে দলীয় প্রচারে বক্তৃতা দিচ্ছেন তৎকালীন ‘তৃণমূল নেতা’ শুভেন্দু অধিকারী। সেখান তিনি বলছেন, “আমি অনেক মস্তান দেখেছি। লক্ষ্মণ শেঠ নন্দীগ্রামে ৪১ জনকে মেরেছিল। আজকে সে কোথায়? দল পাল্টাতে পাল্টাতে আজকে কংগ্রেসে। কোনও নামগন্ধ নেই। ইন্টারন্যাশনাল মস্তান কিষেণজিকে দেখেছি। আজকে সে আছে জঙ্গলমহলে?” এরপরেই বিজেপি নেতাদের নামের তালিকা পড়েন শুভেন্দু। সেখানে আশিস ভৌমিক, খোকন খুটিয়া, মদন ভৌমিক, ধ্রুব রাউতদের সঙ্গে নাম রয়েছে বিজয় ভুইয়াঁরও। শুভেন্দুর কথায়, “আমি জানি কীভাবে বাকচার আবর্জনা পরিষ্কার করতে হয়।” সেই ভিডিও ফুটেজ পোস্ট করে কুণাল লেখেন, “ময়নাতে নিহত বিজয় ভুইয়াঁর নামে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু কী বলেছিল শুনুন। ওখানে আদি-নব্য বিজেপির বিবাদ ছিল। এই হত্যাকাণ্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার। পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। তদন্ত হোক”।

এবার ময়নার ঘটনার তদন্তে কাদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করেন তদন্তকারীরা সেটাই দেখার।

আরও পড়ুন- জনজোয়ারে অভিষেক, আশীর্বাদ-ভালবাসায় বাড়ছে হাতে ব্যান্ডেডের সংখ্যা

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version