Sunday, May 4, 2025

মহরতেই প্রকাশ্যে দেবের ‘ সত্যবতী’! আঁটঘাট বেঁধেই ফ্লোরে ‘খোকাবাবু’

Date:

টলিউডের সুপারস্টার দেব (Dev)এখন শুধুমাত্র আর অভিনেতা নন। প্রযোজনা সংস্থা খোলার পর থেকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন প্রযোজক দেব (Producer Dev)। বাংলা সিনেমার(Bengali Entertainment Industry) মূল আবেগকে ধরে রেখে একটু বিপরীত স্রোতে এগিয়ে চলেছেন সাংসদ অভিনেতা। পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা থেকে নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছিলেন দেব। তবে গোয়েন্দা চরিত্রে কাজ করবেন এই আইডিয়া করতে পারেননি তার অনুরাগীরাও। টলিউডে নতুন ব্যোমকেশ রূপে (Byomkesh O Durgo Rahoshyo) যে দেব (Dev) আত্মপ্রকাশ করতে চলেছেন, এ কথা এতদিনে সকলেরই জানা। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তি পাবে আগামী পুজোয়। হাতে খানিকটা সময় আছে বটে। তবে মহরতের কাজ দেরি করতে চাইলেন না স্বয়ং প্রযোজক। আর এই মহরতের দিনই জানা গেল ব্যোমকেশ দেবের সত্যবতীর নাম।

দেবের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’ সুপার হিট। সেখানে একেবারেই নবাগতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন দেব। কিন্তু সত্যবতীর মতো গুরুত্বপূর্ণ চরিত্র কে করবেন তা নিয়ে কিছুটা ধোঁয়াশা বাড়ছিল। উষসী, সোহিনী, এমনকি গৌরব চক্রবর্তীর স্ত্রী ঋদ্ধিমাকেও এই চরিত্রে দেখে ফেলেছে বাঙালি দর্শক। সেক্ষেত্রে কোন নতুন চমক অপেক্ষা করছে দেবের সত্যবতীর মধ্যে? প্রথমে শোনা গিয়েছিল বলিউড অভিনেত্রী মৌনী রায়ের কথা। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে দেবের সঙ্গেই দেখা গেছে এই বঙ্গতনয়াকে। তারপর থেকে জল্পনা বাড়ছিল। কিন্তু এবার জানা গেল ঘরের টাকা ঘরেই রাখতে উৎসাহী প্রযোজক। তাই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ঘরের মেয়ে রুক্মিণীই (Rukmini Moitra) হচ্ছেন ব্যোমকেশ দেবের সত্যবতী।

ব্যোমকেশ হিসেবে দেবকে মানাবে কিনা এই নিয়ে তর্কের ঝড় বয়ে গেছে টলিউডে। সোশ্যাল মিডিয়ায় (Social media) পজিটিভ নেগেটিভ মন্তব্যের পরেও আগ্রহ ছিল সত্যবতীর চরিত্র নিয়ে। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র মহরতের ছবি দিলেন সাংসদ অভিনেতা প্রযোজক দেব, পাশে তাঁর রিয়েল লাইফ বান্ধবী রুক্মিণী। লিখলেন, ‘মহরত হয়ে গেল। আমরা ফ্লোরে যাব পরশুদিন।’দেব, রুক্মিণী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য(অজিতের চরিত্রে অভিনয় করবেন), পরিচালক বিরসা দাশগুপ্ত-সহ আরও অনেকে। মহরতে দেবকে দেখা গিয়ে নীল পাঞ্জাবিতে। আর অভিনেত্রীর পরনে হলুদ চুড়িদার । দু’জনের মুখেই মিষ্টি হাসি। যদিও নেটিজেনদের মধ্যে রুক্মিণীকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এই সবকিছুকে পাত্তা দিতে নারাজ অভিনেতা অভিনেত্রী দুজনেই। হাতে কিছুটা সময় আছে বটে তাই সব দিক গুছিয়েই মাঠে নামবেন তারকা সাংসদ, বলছেন তাঁর ফ্যানেরা।


 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version