Sunday, May 4, 2025

ডিওয়াইএফআইয়ের (DYFI) অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কৃষ্ণনগর (Krishnanagar) ও কোচবিহারে (Coochbehar)। বৃহস্পতিবার পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আন্দোলকারীদের বাধা দেয় পুলিশ। আর যার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এদিন কৃষ্ণনগরে জেলা পরিষদ অফিসের সামনে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকরা। তবে অশান্তির আঁচ পেয়েই আগেভাগে জেলা পরিষদ অফিসের সামনে লোহার ব্যারিকেড (Barricade) দেয় পুলিশ (Police)। কিন্তু ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তা টপকানোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

তবে শুধু কৃষ্ণনগরই নয়, এদিন কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযানে উত্তেজনা ছড়ায়। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর এবং কোচবিহারে পথে নামে এসএফআই এবং ডিওয়াইএফআই। তাঁদের দাবি, অবিলম্বে ছাত্র সংগঠনের নির্বাচনের পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) সুষ্ঠভাবে সম্পন্ন করতে হবে। এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন ময়ূখ বিশ্বাস ও মীনাক্ষি মুখোপাধ্যায়ও। এদিন জোর করে মিছিলের নামে অশান্তির চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আর এরপর মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেধে যায় বাম সংগঠনগুলির। এদিকে মিছিলকে কেন্দ্র করে অশান্তি হওয়ার আশঙ্কায় আগে থেকেই জল কামান রাখা হয়। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, একাধিক জায়গায় বসানো হয় ব্যারিকেড।

এদিন মিছিলের শুরুতেই অশান্তির চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বাম নেতা-কর্মীদের। ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোনোর চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা। পাশাপাশি কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

 

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version