Friday, December 5, 2025

“যোগ্য আর কেউ নেই?” ইডি প্রধানের পুনর্বহালে কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের

Date:

পক্ষপাতদুষ্টতার অভিযোগে বারবার বিরোধীদের নিশানায় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই সংস্থার শীর্ষপদে থাকা সঞ্জয় কুমার মিশ্রের(Sanjay Kumar Mishra) মেয়াদ শেষের পরও তাঁকে দফায় দফায় ৩ বার পুনর্বহাল করেছে কেন্দ্র। এই সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার কেন্দ্রের কাছে প্রশ্ন রাখল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের প্রশ্ন, “এই সংস্থায় আর কি কোনও যোগ্য মানুষ নেই, যিনি এই কাজটি করতে পারেন?” ইনি কবে অবসর নেবেন তা কেন্দ্রের কাছে জানতে চাইলেন বিচারপতি। পাশাপাশি একজন মানুষকে এতটা ভরসা করার কারণ নিয়েও সংশয় প্রকাশ করে শীর্ষ আদালত।

২০২০ সালে ইডির ডিরেক্টর হয়েছিলেন সঞ্জয় কুমার মিশ্র। তাঁর কার্যকালের মেয়াদ ছিল ২ বছর। কিন্তু মেয়াদ শেষের পরও তাঁকে সরায়নি মোদি সরকার। বরং দফায় দফায় ৩ বার তাঁর মেয়াদ বাড়িয়েছে। কেন্দ্রের এহেন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে ২০২১ সালে শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ইডির ডিরেক্টর পদে সঞ্জয়ের কাজের মেয়াদ নতুন করে আর বাড়ানো যাবে না। কিন্তু ২০২১ সালের ১৫ নভেম্বর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন আইন এবং দিল্লি স্পেশাল পুলিশ আইনে পরিবর্তন আনে মোদি সরকার। যেখানে বলা হয়, সরকার চাইলে সিবিআই এবং ইডি প্রধানের কার্যকালের মেয়াদ তিন বছরের জন্য বাড়িয়ে দিতে পারে। এই সংশোধিত বিধির বিরোধিতা করে শীর্ষ আদালতে যান রণদীপ সিং সুরজেওয়ালা, জয়া ঠাকুর এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই মামলার শুনানিতেই কেন্দ্রের কাছে প্রশ্ন রাখল শীর্ষ আদালত।

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...
Exit mobile version