Friday, November 14, 2025

রবীন্দ্রগান (Rabindra Music) আর ‘রক্তকরবী’তে প্রতিবাদ শুরু। অমর্ত্য সেনকে (Amartya Sen) দেওয়া বিশ্বভারতীর (Viswabharati University)উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে আজ শুক্রবার থেকে ধর্না-অবস্থান শুরু করল সামাজিক মর্যাদা রক্ষা সমিতি। প্রথমদিন ‘প্রতীচী’ থেকে শান্তিনিকেতন স্টেট ব্যাঙ্ক পর্যন্ত পদযাত্রা করেন বিশ্বভারতীর আশ্রমিক এবং প্রাক্তনীরা। পদযাত্রায় পা মেলান আশ্রমিক স্বপন ঘোষ, কুন্তল রুদ্র, সুবীর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। গত বুধবার মালদহ সফরে যাওয়ার পথে বোলপুর স্টেশনে দলের নেতাকর্মীদের বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'(Mamata Banerjee)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আগামী ৬ এবং ৭ মে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান করার নির্দেশ দেন। সেইমতো প্রস্তুতিও নিতে শুরু করেছে তৃণমূল (TMC)বলে জানা যাচ্ছে। তার আগে আজ শুক্রবার শান্তিনিকেতনের সঙ্গে যক্ষপুরীর তুলনা করেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)।

নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিশ্বভারতী। শনিবারের মধ্যে জমি খালি করার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট। বীরভূম জেলা আদালতে মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। জমি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশিষ্টজনেরা পূর্বঘোষিত কর্মসূচি মেনে শুক্রবার সকালে একত্রিত হন ‘ প্রতীচী’র সামনে। রক্তকরবী পথনাটিকার মাধ্যমে আজ থেকেই প্রতিবাদ শুরু। অভিনয় করেন চৈতি ঘোষাল। তিনি জানান, শিল্পীরা শৈলী দিয়েই প্রতিবাদ করে। আগামিকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই প্রতীচীর সামনে ৬০-৭০ জন বাউল শিল্পী সহ কবীর সুমন, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ ধর্নায় বসবেন বলে জানা যাচ্ছে।


 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version