Saturday, May 3, 2025

রবীন্দ্রগান (Rabindra Music) আর ‘রক্তকরবী’তে প্রতিবাদ শুরু। অমর্ত্য সেনকে (Amartya Sen) দেওয়া বিশ্বভারতীর (Viswabharati University)উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে আজ শুক্রবার থেকে ধর্না-অবস্থান শুরু করল সামাজিক মর্যাদা রক্ষা সমিতি। প্রথমদিন ‘প্রতীচী’ থেকে শান্তিনিকেতন স্টেট ব্যাঙ্ক পর্যন্ত পদযাত্রা করেন বিশ্বভারতীর আশ্রমিক এবং প্রাক্তনীরা। পদযাত্রায় পা মেলান আশ্রমিক স্বপন ঘোষ, কুন্তল রুদ্র, সুবীর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। গত বুধবার মালদহ সফরে যাওয়ার পথে বোলপুর স্টেশনে দলের নেতাকর্মীদের বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'(Mamata Banerjee)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আগামী ৬ এবং à§­ মে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান করার নির্দেশ দেন। সেইমতো প্রস্তুতিও নিতে শুরু করেছে তৃণমূল (TMC)বলে জানা যাচ্ছে। তার আগে আজ শুক্রবার শান্তিনিকেতনের সঙ্গে যক্ষপুরীর তুলনা করেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)।

নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিশ্বভারতী। শনিবারের মধ্যে জমি খালি করার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট। বীরভূম জেলা আদালতে মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। জমি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশিষ্টজনেরা পূর্বঘোষিত কর্মসূচি মেনে শুক্রবার সকালে একত্রিত হন ‘ প্রতীচী’র সামনে। রক্তকরবী পথনাটিকার মাধ্যমে আজ থেকেই প্রতিবাদ শুরু। অভিনয় করেন চৈতি ঘোষাল। তিনি জানান, শিল্পীরা শৈলী দিয়েই প্রতিবাদ করে। আগামিকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই প্রতীচীর সামনে ৬০-৭০ জন বাউল শিল্পী সহ কবীর সুমন, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ ধর্নায় বসবেন বলে জানা যাচ্ছে।


 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version