Thursday, August 21, 2025

‘সম.কামিতা এক ধরনের ব্যাধি’! সমলি.ঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি নিয়ে বি.স্ফোরক RSS

Date:

সমলিঙ্গ বিবাহকে (Same Sex Marriage) স্বীকৃতি দেওয়ার দাবিতে তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যে, সরকারি সিলমোহরের দাবিতে শীর্ষ আদালতে চলছে শুনানি। যদিও কেন্দ্র প্রথম থেকেই সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি নিয়ে বিরোধিতায় সরব। এই নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) সঙ্গে কেন্দ্রের (Central Government) সংঘাতও তুঙ্গে পৌঁছেছে। পরিবর্তে বেশ কিছু সুবিধা দেওয়ার পক্ষপাতী কেন্দ্র। এই বিষয়টি নিয়ে যখন বিস্তর আলোচনা চলছে, তখন সমলিঙ্গ বিবাহ নিয়ে একটি সমীক্ষার রিপোর্ট সামনে আনল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শাখা সংগঠন সম্বর্ধিনী ন্যাস (Samvardhinee Nyas)।

আরএসএস-এর মহিলা সংগঠন রাষ্ট্র সেবিকা সমিতির অধীনস্থ এই সংগঠন দেশের বিভিন্ন চিকিৎসক এবং স্বাস্থ্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি সমীক্ষা করেছে। আর সেই সমীক্ষায় উঠে এসেছে ‘সমকামিতা এক ধরনের ব্যাধি’। শুধু তাই নয়, সমকামী বিবাহের বিরোধিতার কথা ফুটে উঠেছে সেই সমীক্ষায়। বলা হয়েছে, সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেলে সমাজে এই ‘ব্যাধি’ আরও ছড়িয়ে পড়বে। আরএসএস (RSS)-এর ওই শাখা সংগঠনের দাবি, ভারতে সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়ে জনগণের মতামত নেওয়া একান্ত জরুরি। এমনকি সমলিঙ্গ বিবাহে স্বীকৃতির বিষয় সুপ্রিম কোর্টের খারিজ করে দেওয়া উচিত ছিল বলেও উঠে এসেছে সমীক্ষায়। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে সমলিঙ্গ বিবাহে স্বীকৃতির দাবিতে দায়ের হওয়া একাধিক পিটিশনের শুনানি চলছে।

আরএসএস-এর মহিলা শাখা সংগঠন আরও জানিয়েছে, সমীক্ষায় উঠে এসেছে যে ৭০ শতাংশ চিকিৎসকই জানিয়েছেন সমকাম আসলে একটি রোগ। অন্যদিকে ৮৩ শতাংশ দাবি করেছে, সমকামী যুগলদের শারীরিক সম্পর্ক থেকেই নানা ধরনের যৌন রোগ সবচেয়ে বেশি ছড়ায়। তাই এই বিকারকে আইনি সিলমোহর দেওয়া মানেই এই রোগকে উস্কানি দেওয়া। পাশাপাশি এই ধরনের মানসিক রোগে আক্রান্তদের সুস্থ করে তোলার জন্য কাউন্সিলিং করানো সবথেকে ভালো উপায় বলেও আরএসএস-এর সমীক্ষায় উঠে এসেছে।

 

 

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version