Wednesday, August 27, 2025

দীর্ঘ প্রতিক্ষার অবসান! সিলেট-মেঘালয় বর্ডারে চালু হল ‘সীমান্ত হাট’

Date:

খায়রুল আলম, ঢাকা

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটে আনুষ্ঠানিকভাবে চালু হলো প্রথম সীমান্ত হাট (Border Hut)। দীর্ঘ টালবাহানার পর শনিবার হাটের শুভ উদ্বোধন হল। আর এদিন উদ্বোধনের পরই শুরু হয় কেনাবেচা। তবে হাটে প্রবেশের জন্য বিস্তারিত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হলেও প্রথম দিনে সকলের প্রবেশ ছিল অবাধ।

শনিবার বেলা ১১টার নাগাদ কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সীমান্ত হাটের ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। পাশাপাশি উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়শওয়াল সহ দুই দেশের কর্মকর্তারাও। উল্লেখ্য, ভোলাগঞ্জ ও ভারতের মেঘালয়ের খাসিয়া হিলস সীমান্তে দুই দেশের প্রায় ১ একর ৫০ শতক জায়গায় যাত্রা শুরু করলো এই হাট।

সূত্রের খবর, ২০১৭ সালের ৮ এপ্রিল দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ওই দিনই এই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ভোলাগঞ্জ ও মেঘালয়ের (Meghalaya) পূর্ব খাসিয়া পাহাড়ে হাট চালুর সিদ্ধান্ত হয়। এই হাটে ৫০টি দোকান রয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৪টি এবং ভারতের ২৬টি। সপ্তাহে দুই দিন অর্থাৎ শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বেচাকেনা হবে হাটে। তবে শুধুমাত্র কার্ডধারী ক্রেতা-বিক্রেতারাই নির্ধারিত পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ২০০ ডলার সমপরিমাণ মূল্যের পণ্য কিনতে পারবেন। আর সেটি হতে হবে বাংলাদেশি টাকায়।

এছাড়াও প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০ টাকা ও বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা দিতে হবে। হাটের পাঁচ কিলোমিটার এলাকার বাসিন্দারা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ (Imran Ahmed) বলেন, ‘এমন হাট হওয়ায় দুই দেশে অনুপ্রবেশ কমবে। অবৈধ পাচারও রোধ হবে। দুই দেশের পণ্য হাটের মাধ্যমে আদান-প্রদান হলে অনেক সমস্যার সমাধান হবে। এমন হাট আরও হলে ভালো হবে। নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।’

প্রাথমিকভাবে আবেদনকারী বিক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৪ বিক্রেতা বাছাই করা হয়েছে। পরে অন্য আবেদনকারীদের লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন- আপনি আমার ‘অনুপ্রেরণা’: শেখ হাসিনাকে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Related articles

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...
Exit mobile version