ভারতীয় ডেফ ক্রিকেট অ্যাসোসিয়েশন (IDCA) সক্ষম খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল। তাদের এই আয়োজিত সিরিজ এ অংশ নিয়েছিল নেপাল, ভারত ও বাংলাদেশ। ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এই খেলা চলে। শুক্রবার এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মার্লিন রাইসের ক্লাব প্যাভিলিয়ন ক্রিকেট গ্রাউন্ডে। ভারত বনাম বাংলাদেশের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারত ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান করে। বাংলাদেশ ১০ উইকেট হারিয়ে ১২৭ রানে মাঠ ছাড়ে। জয়ী হয় ভারত। এই লিগের ফাইনালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার পিটার কুক, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রী শিবশংকর পাল এবং মার্লিন গ্রুপ এর চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা সহ মার্লিন গ্রপের সিএসআর এর সহ সভাপতি শ্রী সরবানী ভট্টাচার্য ।
এই অনুষ্ঠানের এসে মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা বলেন, “আমরা আইডিসিএ এর এই ট্রাইনেশন সিরিজের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। সারা ভারত থেকে উঠে আসা সেরা প্রতিভাদের একটি দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী হয়েছি। আমি সমস্ত ক্রিকেটারদের ভবিষ্যত প্রচেষ্টার জন্য আন্তরিকভাবে শুভকামনা জানাই। মার্লিন থেকে আমরা সুপার সিক্স, সিরিজের সেরা ফিল্ডার, সিরিজের সেরা উইকেটরক্ষক, দ্রুততম ফিফটি এবং সর্বোচ্চ উইকেট নেওয়ার মতো বিভাগে সেরাদের সম্মানিত করতে পেরে আনন্দিত। আমরা ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের পাশে থাকব। নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রাইনেশন ওয়ানডে সিরিজে প্রত্যেকটা দলই ভালো খেলেছে। এই প্রতিভাগুলিকে সর্বস্তরে স্বীকৃত করা উচিত। ”
আরও পড়ুন- বাকিংহাম প্যালেসে রাজার অভিষেক, হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে ডাক পেলেন প্রিয়াঙ্কা!