Wednesday, August 20, 2025

অ.শান্ত মণিপুর! বাংলার বাসিন্দাদের উদ্ধারে হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রীর

Date:

মণিপুরের হিংসার ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৪ জন মানুষ। তফসিলি জাতির মর্যাদার দাবিতে মেটেই জনজাতির বিক্ষোভে অশান্ত ছড়িয়েছে মণিপুরে (Manipur)। এমন পরিস্থিতিতে উদ্বেগপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার টুইট করে উদ্বেগপ্রকাশ করে বাংলার বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। চালু করলেন হেল্পলাইন নম্বরও (Helpline Number)। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাঁরা অশান্ত মণিপুর থেকে বাংলায় ফিরে আসতে চান, তাঁরা ওই নম্বরে যোগাযোগ করলে সাহায্য পাবেন। ইতিমধ্যে মুখ্যসচিবকে মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে মানুকে উদ্ধার করতে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “মণিপুর থেকে আর্ত মানুষের বার্তা পাচ্ছি। বিষয়টি অত্যন্ত চিন্তার। আমি ওখানকার মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছি। দেশের নানা প্রান্তের বহু মানুষ ওখানে আটকে রয়েছেন। তবে রাজ্য সরকার সবসময় তাঁদের পাশে রয়েছে। মুখ্যসচিবকে বলেছি, মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে ওখান থেকে যাঁরা ফিরতে চায়, তাঁদের সাহায্য করতে।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আবেদন করেন। চালু করা হেল্পলাইন নম্বর হল – ০৩৩-২২১৪৩৫২৬ ও ০৩৩-২২৫৩১৮৫। এই দুটি নম্বরে ফোন করলেই মিলবে সমাধান।

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই জাতিগত হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিক্ষিপ্তভাবে এখনও হিংসার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে আরও বেশি সংখ্যক সেনা জওয়ান পাঠানো হয়েছে উত্তর পূর্বের রাজ্যে। বর্তমানে ভারতীয় সেনা এবং অসম রাইফেলসের প্রায় ১০ হাজার সেনা জওয়ান মোতায়েন রয়েছে। এদিকে মণিপুরের হিংসায় মৃতের সংখ্যা প্রকাশ্যে এসেছে। সরকারি হিসেবে এই হিংসায় এখনও পর্যন্ত মোট ৫৪ জনের মৃত্যু ঘটেছে। এখনও পর্যন্ত ১৩ হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকেই অধিকাংশ মানুষকে সরানো হয়েছে।

 

 

 

Related articles

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...
Exit mobile version